এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 3 July, 2023 4:20 PM IST

কৃষিজাগরন ডেস্কঃ এখনও মেলেনি রহস্যময় ড্রোনের সন্ধান। সাতসকালে আচমকাই ড্রোন উড়তে দেখা গেল প্রধানমন্ত্রীর বাসভবনের উপর।ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে৷ ঘটনার তদন্ত শুরু করেছেন দিল্লি পুলিশের আধিকারিকেরা। ভোর পাঁচটা নাগাদ একটি ড্রোন উড়তে দেখা যায় প্রধানমন্ত্রীর বাসভবনের উপর। প্রধানমন্ত্রী বাসভবনটি নো ফ্লাইং জনের অন্তর্ভুক্ত। এই অঞ্চলে কোনও বিমান বা ড্রোন ওড়ানো যায় না।

সোমবার ভোর ৫টা নাগাদ প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিযুক্ত থাকেন এসপিজি-র আধিকারিকেরা পুলিশকে এই বিষয়ে অবহিত করেন।তাঁরাই প্রথম ড্রোনটি লক্ষ করেন। খবর পেয়েই দ্রুত পদক্ষেপ করে দিল্লি পুলিশ। তারা এই বিষয়ে তদন্ত শুরু করেছে।

আরও পড়ুনঃ ‘অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছি’ দুর্যোগের দিন কি ঘটেছিল জানালেন মু্খ্যমন্ত্রী

সেই বিষয়ে এডিডি কন্ট্রোল রুমে খবর আসে। ড্রোনের খবর পেয়েই আশেপাশের এলাকায় চিরুনি তল্লাশি চালানো হয়। তা সত্ত্বেও এ ধরনের কোনও ড্রোনের সন্ধান পাওয়া যায়নি। এদিকে এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমের সাথেও এই বিষয়ে যোগাযোগ করা হয়েছিল। তারা জানায়, প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে এমন কোনও উড়ন্ত বস্তু শনাক্ত করতে পারেনি তারা।' এই পরিস্থিতি এই ড্রোন নিয়ে ক্রমেই রহস্য ঘনীভূত হচ্ছে।

আরও পড়ুনঃ বহাল রইল হাইকোর্টের নির্দেশ, কেন্দ্রীয় বাহিনী দিয়েই পঞ্চায়েত ভোট ,প্রশ্নের মুখে রাজ্য নির্বাচন কমিশন

ড্রোনের খবর পেয়েই আশেপাশের এলাকাগুলিতে তল্লাশি চালানো হয়।কিন্তু তা সত্ত্বেও কোনও ড্রোনের সন্ধান মেলেনি। এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করা হয়েছিল।তবে তারা জানায়, প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে এমন কোনও উড়ন্ত বস্তু শনাক্ত করতে পারেনি। এই পরিস্থিতি এই ড্রোন নিয়ে ক্রমেই রহস্য ঘনীভূত হচ্ছে।

English Summary: Security lapse! Drone still not found, really drone or something else, says Delhi Police
Published on: 03 July 2023, 04:19 IST