রোজ বদলাচ্ছে আকাশের মেজাজ: দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট (Weather Update of Bengal) সরাসরি বাজারে নয়, FPO-র মাধ্যমে বেশি দাম পেতে কী করবেন? পশ্চিমবঙ্গের ছোট শিল্প: হ্যান্ডলুম থেকে টেরাকোটা
Updated on: 25 July, 2020 11:19 AM IST

বহরমপুর জেলা উদ্যানপালন দপ্তর থেকে চাষিদের সব্জি ও ফলের চারা বিতরণ শুরু হল শনিবার। এদিন ভাকুড়ি কিষাণ মান্ডি থেকে আনুষ্ঠানিকভাবে চারা বিতরণ শুরু করেন জেলাশাসক পি উলগানাথন। পরবর্তীকালে জেলার প্রতিটি ব্লক থেকে এই চারা বিতরণ করা হবে বলে জানা গিয়েছে। ২৫০ জন চাষিকে এদিন ৩০ হাজার ফুলকপি ও টিসু কালচার পদ্ধতিতে তৈরি সাড়ে ১২০০ কলার চারা দেওয়া হয়। জেলাশাসক বলেন, ৩০ লক্ষ চাষিকে সব্জি ও বিভিন্ন গাছের চারা দিয়ে সাহায্য করা হবে। আমরা জেলার পাঁচ লক্ষ চাষিকে উন্নতমানের বীজ দেওয়ারও পরিকল্পনা নিয়েছি।

তিনি আরও বলেন, চাষিদের সহযোগিতা করতে রাজ্য সরকার বিভিন্নভাবে চাষিদের পাশে দাঁড়ানোর পরিকল্পনা নিয়েছে। এই প্রকল্পে গাছের চারা, বীজ, কৃষি সরঞ্জাম তুলে দেওয়া হচ্ছে। গত বছর প্রায় পাঁচ হাজার চাষিকে কৃষি সরঞ্জাম দেওয়া হয়েছিল। এবার পাঁচ লক্ষ চাষিকে বিনামূল্যে বীজ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। ফুলকপির মরশুম শুরু হতেই জেলার চাষিদের হাতে গ্রিনহাউসে তৈরি চারা তুলে দেওয়া হল। এক সপ্তাহের মধ্যে জেলার বাকি ব্লকের ৩০ লক্ষ চাষিকে এই চারা তুলে দেওয়া হবে।

মুর্শিদাবাদ জেলা পরিষদের সহকারী সভাধিপতি বলেন এই সরকার চাষিদের সবরকমের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। প্রান্তিক ও ক্ষুদ্র চাষিরা যাতে চাষ করতে গিয়ে কোনওভাবেই অসুবিধায় না পড়েন সেকথা মাথায় রেখেই সরকার তাঁদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে।

- Sushmita Kundu

English Summary: Seedling distribution
Published on: 06 August 2018, 02:50 IST