রোজ বদলাচ্ছে আকাশের মেজাজ: দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট (Weather Update of Bengal) সরাসরি বাজারে নয়, FPO-র মাধ্যমে বেশি দাম পেতে কী করবেন? পশ্চিমবঙ্গের ছোট শিল্প: হ্যান্ডলুম থেকে টেরাকোটা
Updated on: 27 July, 2020 12:54 PM IST

আবারও দেশের সেরা সম্মানে ভূষিত হলেন বাংলার কৃষক। দক্ষিন ২৪ পরগনার পাথরপ্রতিমার দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতের রামনগর আবাদ গ্রামের গৃহবধু জয়ন্তী দলুই জিতে নিলেন সেরার সম্মান। রাসায়নিক সারের ব্যবহার না করে, নিজের তৈরি জৈব সার দিয়ে মুগ কড়াই চাষ করে চমকে দিয়েছেন দেশের মানুষকে। কেন্দ্রীয় সরকারের কৃষি দপ্তরে সাড়া ফেলে দিয়েছেন তিনি। তাঁর উন্নয়নশীল ভাবনাকে স্বাগত জানিয়ে কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর তাকে কৃষি কর্মন পুরস্কারে ভূষিত করেছে।  কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী নরেন্দ্র সিং তোমার তাঁর হাতে তুলে দেন একটি মানপত্র ও দু লক্ষ টাকার চেক। জয়ন্তী দেবির এই সম্মানে উচ্ছসিত সুন্দরবন বাসী।

- তন্ময় কর্মকার

English Summary: sera somman
Published on: 01 June 2018, 06:40 IST