বাড়ির ছাদে জাফরান চাষ করুন, পুরো প্রক্রিয়া এবং যত্নের টিপস জেনে নিন! কেন খিরি জাতের ভেড়া পশুপালকদের প্রথম পছন্দ হয়ে উঠছে? বৈশিষ্ট্য জানুন গ্রীষ্মে ট্র্যাক্টর ইঞ্জিনকে অতিরিক্ত গরম থেকে রক্ষা করার ৫ টি কার্যকর উপায়!
Updated on: 14 January, 2023 2:20 PM IST
সংগৃহীত ছবি।

কৃষিজাগরণ ডেস্কঃ ভারত জোড়ো যাত্রায় অংশ নেওয়ার সময় অসুস্থ হয়ে প্রাণ হারালেন পঞ্জাবের কংগ্রেস সাংসদ সন্তোক সিং চৌধুরী।শনিবার সকালে পঞ্জাবের ফিল্লৌরে ভারত জোড়ো যাত্রায় হাঁটতে হাঁটতে হৃদ্‌‌রোগে আক্রান্ত হন কংগ্রেস সাংসদ। সঙ্গে সঙ্গে অ্যাম্বুল্যান্সে করে সাংসদকে নিয়ে যাওয়া হয় ফাগওয়ারার ভির্ক হাসপাতালে। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় ।

কংগ্রেস সাংসদের প্রয়াণের খবর শুনে ভারত জোড়ো যাত্রা ছেড়ে হাসপাতালে গিয়েছেন রাহুল। কংগ্রেস সাংসদের প্রয়াণের খবরে শোকপ্রকাশ করেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভাগবন্ত মান। টুইটারে তিনি লিখেছেন, ‘‘জালন্ধরের কংগ্রেস সাংসদের আকস্মিক প্রয়াণে শোকাহত। ওঁর আত্মার শান্তি কামনা করছি।’’

জনপ্রিয় এই কংগ্রেস নেতা পঞ্জাবের জলন্ধর লোকসভা আসনেরসাংসদ ছিলেন। শনিবার সকালে তিনি রাহুল গান্ধীর সঙ্গেই ভারত জোড়ো যাত্রায় সামিল হয়েছিলেন। ফিল্লৌর এলাকা দিয়ে হাঁটার সময় আচমকাই অসুস্থ হয়ে পড়েন। তাঁর হৃদস্পন্দন (Heart Beat) বাড়তে থাকে। তড়িঘড়ি কংগ্রেস কর্মীরা তাঁকে অ্যাম্বুল্যান্সে করে লুধিয়ানার ফাগওয়ারার ভির্ক হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পরে আজকের মতো স্থগিত করা হয়েছে যাত্রা।

আরও পড়ুুনঃ মাতৃবিয়োগ প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির

শোকপ্রকাশ করেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা এবং কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেন, "কংগ্রেস সাংসদ সন্তোখ সিং চৌধুরীর আচমকা প্রয়াণে আমি স্তম্ভিত। পঞ্জাবে দলের সংগঠনে এটা জোর ধাক্কা। তাঁর পরিবার ও পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তাঁর আত্মার শান্তি কামনা করি।"

আরও পড়ুনঃ ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে ঋষভ পন্থ, হাসপাতালে ভর্তি ক্রিকেটার,সামনে এল সিসিটিভি ফুটেজ

প্রসঙ্গত, গতবছর ৭ সেপ্টেম্বর থেকে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা শুরু করেছিলেন। কংগ্রেসের সমস্ত সারির নেতা কর্মীদের পাশাপাশিই এই যাত্রায় সামিল হয়েছেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টরা। সমমনস্ক রাজনৈতিক দলের নেতাদেরও তাঁর সঙ্গে সামিল হতে দেখা দেখা গিয়েছে।দিল্লি, হরিয়ানা পেরিয়ে গত বুধবার থেকে পঞ্জাবে শুরু হয় রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রা। ফতেগড় সাহিবের সিরহিন্দ থেকে পদযাত্রা শুরু করেন কংগ্রেস নেতা।

English Summary: Shadow of mourning in Bharat Joro Yatra, death of Congress MP, Rahul rushes to hospital
Published on: 14 January 2023, 02:20 IST