এবার AI এর সাহায্যে ছাগলের গর্ভধারণ করা হবে, জেনে নিন কীভাবে কাজ করবে এই প্রযুক্তি শীতকালে মাছ চাষ: জল ব্যবস্থাপনা এবং মাছের সঠিক যত্ন নেওয়া শিখুন! বাগমাল গুর্জরের সাফল্যের গল্প
Updated on: 31 December, 2022 2:17 PM IST

কৃষিজাগরন ডেস্কঃ স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে রোগীদের নানা সময়ে হেনস্তা করে থাকে বিভিন্ন বেসরকারি হাসপাতাল। এবার পাল্টা নতুন গাইডলাইন নিয়ে এসে হাসপাতালগুলিকে চাপে ফেলে দিল স্বাস্থ্য ভবন। বিশেষ করে হাসপাতালগুলিকে টাকা দেওয়া নিয়ে কড়া পদক্ষেপ সরকারের। ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।

স্বাস্থ্য ভবন থেকে যে নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে বলা হয়েছে, রোগীর অস্ত্রপচার সফল না হলে পুরো টাকা দাবি করতে পারবে না সংশ্লিষ্ট হাসপাতাল। স্বাস্থ্যসাথী প্যাকেজ থেকে সেই টাকা দেওয়াও হবে না। তবে রোগীর চিকিৎসা-ব্যয়ের ৫০ শতাংশ পর্যন্ত সংশ্লিষ্ট হাসপাতাল চাইতে পারে বলে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে ঋষভ পন্থ, হাসপাতালে ভর্তি ক্রিকেটার,সামনে এল সিসিটিভি ফুটেজ

বলা হয়েছে, অস্ত্রোপচার চলাকালীন রোগীর মৃত্যু হলে মিলবে অর্ধেক টাকা। অপারেশন আংশিক হলে মিলবে ৫০ শতাংশ টাকা। বিনা পরীক্ষায় চিকিৎসা না করে রেফার করলে কোনও টাকা দেওয়া হবে না। 

নির্দেশিকায় আরও বলা হয়েছে, কিডনি ও গলব্লাডারের পাথর পুরোপুরি না বের হলে পাওয়া যাবে ৬০% টাকা। অস্ত্রোপচারের আগেই রোগী মারা গেলে মাত্র ২৫% টাকা পাবে হাসপাতাল। অস্ত্রোপচার চলাকালীন রোগীর মৃত্যু হলে মিলবে অর্ধেক টাকা। অস্ত্রোপচারের ২৪ ঘণ্টার মধ্যে রোগী মারা গেলে ৭০% টাকা পাবে হাসপাতাল। হাসপাতাল থেকে ছুটি পাওয়ার আগে রোগী মারা গেলে মিলবে ৮৫ শতাংশ টাকা।

আরও পড়ুনঃ মাতৃবিয়োগ প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির

এমনই বেশ কিছু বিষয় নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রে বেসরকারি হাসপাতালগুলির বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে আসছিল। দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রেই রোগীদের কার্যত বোকা বানিয়ে বিভিন্ন স্বাস্থ্যসংস্থার বিমার টাকা নয়ছয় করছে। এমনকি স্বাস্থ্যসাথী থেকেও একই কাজ হচ্ছে বলে একাধিক অভিযোগ জমা পড়েছে।

স্বাস্থ্যদফতরের তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুজায়ী জানা যাচ্ছে, এবার থেকে যদি কোনও ভাবে রোগী রেফার করা হয়, কিংবা চিকিৎসা সম্পূর্ণ না হয় তাহলে সংশ্লিষ্ট প্যাকেজের টাকা পুরো পাওয়া যাবে না। এক্ষেত্রে সরকারের নির্ধারিত টাকা পাওয়া যাবে বলে জানানো হয়েছে।

English Summary: Shyasthathi card is a big change, Navanna's tough claim to keep hospitals under pressure
Published on: 31 December 2022, 02:17 IST