হাতির আতঙ্কে ঘুম উড়েছে বীরভূম বাসীর। যে কোনো সময় হাতির দল হানা দিতে পারে বীরভূমের সীমান্তবর্তি এলাকায়। বীরভূমের কাঁকরতলা থানার অন্তর্গত বীরভূম ঝাড়খন্ড সীমান্তের চাঁদের বাঁধ নামক এলাকায় হঠাৎ করে ৪০ হাতির একটি দল হানা দেয়। গ্রামবাসীদের তৎপরতায় বন দফতরে খবর দেওয়া মাত্রই বন বিভাগের কর্মীরা খুব দ্রুত উপস্থিত হয়ে হাতির দল ফেরত পাঠানো সম্ভব হয়।
সুত্রের খবর অনুযায়ী, হাতির দলে থাকা একটি দাঁতাল হাতি মানুষ দেখলেই তাড়া করছে। যার ফলে গ্রামবাসীদের মনে আতঙ্ক আরও বেড়েছে। তবে চাঁদের বাঁধ এলাকা থেকে হাতির দল বেড়িয়ে গেলেও। রাতের মধ্যে কাঁকরতলা থানার অন্তর্গত রসা বিট এলাকায় হানা দেয়। খবর জানাজানি হতেই এলাকাবাসী, পুলিশ ও বনদফতরের কর্মীদের সহযোগিতায় ঝাড়খণ্ডে ফেরত পাঠানো সম্ভব হয়।
আরও পড়ুনঃ বাজারে চাহিদা বাড়ছে কৃত্রিম ফুলের, শীতের মরশুমে মুখে হাসি নেই ফুল চাষিদের
শস্য তোলার মুখে যাতে হাতির দল বীরভূম এলাকায় আর প্রবেশ করতে না পারে তার জন্য পুলিশ প্রশাসন ও গ্রামবাসীদের সহযোগিতায় পাহাড়া শুরু হয়েছে। সুত্রের খবর অনুযায়ী হাতির দল কোনো এলাকাতেই সেভাবে ক্ষয়ক্ষতি করেনি। তবে পুলিশ প্রশাসনের পক্ষথেকে গ্রামবাসীদের সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে। হাতির দল যদি পুনরায় গ্রামে প্রবেশ করে তার জন্য হুলা পার্টি থেকে শুরু করে বিভিন্ন অত্যাধুনিক সরঞ্জাম রাখা হয়েছে এলাকায়। এছাড়াও বনদফতরের কর্মীরা ড্রাইভ শুরু করেছেন। তবে হাতির দল ফিরে গেলেও আতঙ্কে নির্ঘুম রাত্রি যাপন করছে বীরভূম এলাকাবাসী।