এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 29 December, 2018 4:55 PM IST

কৃষি নিয়ে যেমন সরাসরি পড়াশোনা ও চাকরীর সুযোগ অপার আর প্রতিনিয়ত বাড়ছে তেমনই, কৃষির সঙ্গে যুক্ত ও পরিপূরক বিষয়গুলিও চাকরীমুখী পড়াশোনার ক্ষেত্রে সমান গুরুত্বপূর্ণ। কৃষি যেমন গ্রামীন ভারতের মানুষকে আধুনিক প্রযুক্তি পৌঁছানোর মাধ্যম আর মানুষকে বেশী উন্নতির দিশা দেখাবার দিশারী তেমনই, গ্রামীন উন্নয়নের লক্ষ্যে ”সোসাল ওয়ার্ক” নিয়ে পড়াশোনা আজকের বাজারে অত্যন্ত চাহিদার। কবিগুরু রবীন্দ্রনাথ সেই কবেই এর উপলব্ধী করে শ্রীনিকেতন কৃষির সঙ্গে পল্লি চর্চা কেন্দ্রের মাধ্যমে সমাজ উন্নয়নের পাঠক্রম চালু করে গিয়েছেন। আজ কৃষি জাগরণে আমরা আলোচনা করবো ব্যাচেলার ও মাস্টার্স অফ্ সোসাল ওয়ার্ক নিয়ে। পশ্চিমবঙ্গে কোথায় কোথায় পড়ানো হয় –

(১) পল্লি চর্চা কেন্দ্র

    শ্রীনিকেতন, বিশ্বভারতী,

    পিন – ৭৩১২৩৬

    ফোন – (০৩৪৬৩) ২৬২৭৫১-৫৬

    ওয়েবসাইট – www.visvabharati.ac.in

(২) বিদ্যাসাগর স্কুল অফ্ সোসাল ওয়ার্কস

    ডি.ডি. ১৮/৪/১, সল্ট লেক সিটি, কোলকাতা - ৬৪

    ফোন – (০৩৩) ২৩২১৩২৩০

    ওয়েবসাইট – www.vidyasagar.ac.in

(৩) অফিস অফ্ দি ল’ কলেজ (বর্ধমান বিশ্বিদ্যালয়ের অধীন)

     রাজবাঁধ, দূর্গাপুর ৭১৩২১২

     ওয়েবসাইট – www.buruniv.ac.in

(৪) ভিশন ইনস্টিটিউট অফ্ প্রফেশনাল স্টাডিস

    ১১৪/ডি, গরফা মেন রোড, কোলকাতা – ৭৫

    ফোন – (০৩৩) ৬৫০০২১৬৬/৯৪৭৭০৮১৫৭১

    ওয়েবসাইট – www.visiongroup.in

(৫) জয়শ্রী অ্যাকাডেমী

    ১৪, ঈশান মন্ডল গার্ডেন রোড,

    কোলকাতা – ৩৮

    ফোন – (০৩৩) ৬৪৫৫০০৩১/৯৮৩৬৭৯৬৫৩২

    ওয়েবসাইট – www.jayasreeacademy.com

 (৬) অ্যাম্বিশন পয়েন্ট অ্যাকাডেমী

    ১০ এ, বলরাম দে স্ট্রীট (গিরীশ পার্ক মেট্রোর কাছে),

    কোলকাতা – ৭০০০০৬,  ফোন – ৯৮৮৩০৫৩২৬১

স্নাতক হবার পর শুধুমাত্র MSW (মাস্টার্স অফ্ সোসাল ওয়ার্ক) কোর্স পড়ানো হয়

(৭) বারাসাত কলেজ

    ১, কল্যানী রোড, বারাসাত, ফোন – (০৩৩) ২৫৪২৩৬৫৬

(৮) ড. জাকির হোসেন ইনস্টিটিউট

    জয়সয়াল হাউস, ৪ র্থ তল, ৮/১ সি, ডায়মন্ড হারবার রোড,

    কোলকাতা – ৩৪

    ফোন – ৯০০৭০২৯৭৭৫/৭০৩৩৫৮৫৪১৫

(৯) সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি

    প্রেমিসেস নং ৩বি-১, প্লট নং ৩বি/১,

    অ্যাকশন এরিয়া ৩বি, থানা নিউটাউন,

    কোলকাতা – ৭০০১৫৬

    ফোন – (০৩৩) ৬৫০২০৬৩৮

    ওয়েবসাইট – www.sxuk.edu.in

(১০) সেন্ট পিটার’স কলেজ *

     ৬/১, শরৎ চ্যাটার্জী এভিন্যু,

     কোলকাতা – ৭০০০২৯

    ফোন – (০৩৩) ২৪৬৬৩২৮৯

    ই’মেলinfo@stpetersedu.com

*এখানে BA & MA in Social Work পড়ানো হয়।

চাকরীর সুযোগ - সামাজিক ক্ষেত্রে নিযুক্ত বিভিন্ন গ্রাম পঞ্চায়েত/ পঞ্চায়েত সমিতি/জেলা পরিষদ/পুরসভা, সরকারী/ বেসরকারী ক্ষেত্র আর বিশেষকরে গ্রামীন উন্নয়নে কাজ করা বিভিন্ন সংস্থায় এই পড়াশোনার কদর সর্বাগ্রে। একজন সদ্য পাশকরা সোসাল ওয়ার্ক এর যুবক/যুবতী চাকরী পেলে বছরে ২-৩ লাখ টাকার প্যাকেজ দিয়ে শুরু করলেও ভালো এন.জি.ও.তে পে- প্যাকেজ আকাশ ছোঁয়া। বিশেষকরে এই কাজে সামাজিক ও আত্মসন্মান অন্য যে কোনো কাজের তুলনায় অনেক বেশী। সোসাল ওয়ার্ক পাশকরে ভাল চাকরীর ক্ষেত্রে কয়েকটি সংস্থা/ এন.জি.ও. র নাম থাকল যেখানে চাকরী পেতে সবাই আগ্রহী হবে। ইউনেসকো; ইউনিসেফ; সিনি; ক্রাই; হেল্প এজ ইন্ডিয়া; গ্রামোন্নয়ন দপ্তর; প্রদান; প্রজ্ঞা

তাই, আসুন আমরা নতুন প্রজন্মকে দিশা দেখাই এই পড়াশোনার ক্ষেত্রে আর কৃষি ও গ্রামীন উন্নয়নে পড়াশোনা ও চাকরীর খবরে আপনার চোখ থাকুক কৃষি জাগরণে।

- রুনা নাথ (runa@krishijagran.com)

English Summary: Social work for agriculture
Published on: 29 December 2018, 04:55 IST