তিনবার তলবের পর ন্যাশনাল হেরাল্ড মামলায় অবশেষে ইডি দপ্তরে হাজিরা দিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী (Sonia Gandhi)। বৃহস্পতিবার দুপুরে দিল্লির এপিজে আবদুল কালাম রোড সংলগ্ন ইডির দফতরে যান তিনি। সঙ্গে ছিলেন, মেয়ে প্রিয়ঙ্কা এবং কংগ্রেস নেতা তথা রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত।
ন্যাশনাল হেরাল্ড মামলায় গত ২৩ জুন সোনিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল ইডি। তার আগে ৮ জুন কংগ্রেস সভানেত্রীকে এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। কিন্তু কোভিড সংক্রমণের কারণে সেই সময় ইডি দপ্তরে হাজিরা দিতে পারেননি তিনি।
এর আগে সনিয়া-পুত্র রাহুল গান্ধীকেও একই মামলায় একাধিকবার ঘণ্টার পর ঘণ্টা জেরা করেছে ইডি। আজ সনিয়া গান্ধীর পালা। এদিকে, দলনেত্রীকে ইডির তলবের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে পথে নামার পরিকল্পনা করেছে কংগ্রেস সমর্থকরা।
আরও পড়ুুনঃ 21 july Live: তুমুল বৃষ্টিতেও তিল ধরার যায়গা নেই ২১জুলাইয়ের মঞ্চে
ইডি সূত্রে জানা গিয়েছে, আর্থিক তছরুপ মামলায় অপরাধ ধারায় (Money Laundering Act/PMLA) গান্ধীদের বয়ান রেকর্ড করা হবে। তবে গান্ধীদের বিরুদ্ধে আনা অভিযোগের কোনও সত্যতা নেই বলে দাবি কংগ্রেসের।
সনিয়া গান্ধী ২ জুন করোনা আক্রান্ত হওয়ার ফলে তাঁকে আগের সমন এড়িয়ে যেতে হয়েছিল। রাহুল গান্ধীও একই মামলায় ১৩ জুন আর্থিক অপরাধ দমন শাখার তদন্তকারী সংস্থার সামনে হাজির হয়েছিলেন। সনিয়া গান্ধী যখন এজেন্সির সামনে হাজির হবেন তখন তাঁর সমর্থনের জন্য কর্মীরা এপিজে আব্দুল কালাম রোডের ইডি অফিসে একটি পদযাত্রা করার পরিকল্পনা করেছে। এর আগে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্তের অংশ হিসাবে কংগ্রেসের শীর্ষ নেতা মল্লিকার্জুন খাড়গে এবং পবন বনসালকে জিজ্ঞাসাবাদ করেছিল।
আরও পড়ুনঃ ২১জুলাই নিয়ে জাগো বাংলা পত্রিকায় নিজেই কলম ধরলেন মমতা বন্ধ্যোপাধ্যায়,লিখলেন অনেক অজানা তথ্য
অশান্তি এড়াতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে গোটা এলাকায়। বন্ধ করে দেওয়া হয় আকবর রোড। ইডি সূত্রের খবর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মোনিকা শর্মার নেতৃত্বাধীন ইডি-র বিশেষ তদন্তকারী দল সনিয়াকে জিজ্ঞাসাবাদের দায়িত্বে রয়েছে।