এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 22 July, 2021 12:49 PM IST
SSB recruitment (image credit- Google)

কেন্দ্র সরকারের গৃহ মন্ত্রণালয়ের অধীনে ড্রাফটসম্যান, স্টাফ নার্স সহ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞতি প্রকাশিত হয়েছে। এখানে পুরুষ এবং মহিলা উভয় চাকরিপ্রার্থীই আবেদন করতে পারবেন। এই নিবন্ধে আবেদনের পদ্ধতি সহ বাকি তথ্য বিস্তারিতভাবে আলোচনা করা হলো,

পদের নাম(Designation):

সাব ইন্সপেক্টর (পায়োনিয়ার) |

শূন্যপদ(Vacancy):

১৮  টি।

শিক্ষাগত যোগ্যতা(Educational qualification):

সিভিল ইঞ্জিনিয়ারিং-এ ডিগ্রি বা ডিপ্লোমা  থাকতে হবে।

পদের নাম(Designation):

সাব ইন্সপেক্টর (ড্রাফটসম্যান) |

শূন্যপদ(Vacancy):

০৩ টি।

আরও পড়ুন -WB Weather update: নিম্নচাপের দরুন রাজ্যের ১১টি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা!

শিক্ষাগত যোগ্যতা(Educational qualification):

মাধ্যমিক পাশ করে থাকতে হবে। আইটিআই অথবা সমতুল্য ইনস্টিটিউট থেকে ট্রেডসম্যান এ ২ বছরের সার্টিফিকেট থাকতে হবে। সরকার স্বীকৃত ইনস্টিটিউট থেকে অটোক্যাডে ১ বছরের সার্টিফিকেট কোর্স বা ১ বছরের কাজের অভিজ্ঞতা লাগবে। ড্রাফটসম্যান হিসাবে কমপক্ষে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে তা ভালো |

পদের নাম(Designation):

সাব ইন্সপেক্টর (কমিউনিকেশন) |

শূন্যপদ(Vacancy):

৫৬ টি।

শিক্ষাগত যোগ্যতা(Educational qualification):

ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন অথবা কম্পিউটার সাইন্স অথবা ইনফরমেশন টেকনোলজি ইঞ্জিনিয়ারিং অথবা পদার্থবিদ্যা, রসায়ন ও গণিত সহ বিজ্ঞান বিভাগের ডিগ্রি পাশ করে থাকতে হবে।

পদের নাম(Designation):

সাব ইন্সপেক্টর (স্টাফ নার্স‍ ফিমেল) |

শূন্যপদ(Vacancy):

৩৯ টি।

শিক্ষাগত যোগ্যতা(Educational qualification):

বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে। রাজ্য বা কেন্দ্র সরকারের অধীনস্থ যে কোন সংস্থা থেকে জেনারেল নার্সিং এ ৩ বছরের ডিপ্লোমা করে থাকতে হবে। রাজ্য বা কেন্দ্র নার্সিং কাউন্সিলে রেজিস্ট্রেশন করা থাকতে হবে। হাসপাতালে কমপক্ষে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স(Age):

সাব ইন্সপেক্টর (ড্রাফটসম্যান) পদের জন্য বয়স হতে হবে ১৮  থেকে ৩০ বছরের মধ্যে। সাব ইন্সপেক্টর (স্টাফ নার্স‍ ফিমেল) পদের জন্য বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে। সাব ইন্সপেক্টর (পায়োনিয়ার) ও সাব ইন্সপেক্টর (কমিউনিকেশন) পদের জন্য বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।

বেতন(Salary):

পে লেভেল ৬ অনুযায়ী শুরুতে প্রতি মাসে বেতন ৩৫৪০০ থেকে ১১২৪০০ টাকা।

আবেদন ফি(Fees):

উপরিউক্ত পদগুলির জন্য আবেদন ফি ২০০ টাকা। ST, SC, এক্স-সার্ভিসম্যান ও মহিলা প্রার্থীদের কোনরকম আবেদন ফি লাগবে না। আবেদন ফি জমা করতে হবে অনলাইনের (নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ইত্যাদি) মাধ্যমে।

আবেদন পদ্ধতি(Application procedure):

আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। http://www.ssbrectt.gov.in/ এই ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট ফর্মটি পূরণ করতে হবে।

বিঃদ্রঃ  ১ জন চাকরিপ্রার্থী কেবল ১ টি পদের জন‍্যই আবেদন করতে পারবেন।

আরও পড়ুন - Purulia’s Krishak-Bandhu Fertilizer: পুরুলিয়ার বাজারে ব্যবহার হচ্ছে "কৃষক বন্ধু জৈব সার"

English Summary: SSB Group “C” Recruitment: A notification has been issued for the recruitment of Group C SSB
Published on: 22 July 2021, 12:08 IST