লকডাউনের মধ্যেই এবার প্রবীণ নাগরিকদের মুখে হাসি ফোটাবে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার এক বিশেষ ডিপোজিট স্কিম বা স্পেশাল এফডি স্কিম, যার নাম এসবিআই উইকেয়ার ডিপোজিট৷ করোনা ভাইরাসকে প্রতিহত করতে চলছে দেশব্যাপী লকডাউন৷ আর এই কঠিন পরিস্থিতিতে এই উদ্যোগ নিয়েছে এসবিআই৷
কী এই স্পেশাল এফডি স্কিম?
এসবিআই-এর এই উদ্যোগ মূলত বর্ষীয়ান বা সিনিয়র সিটিজেন-দের জন্য, যেখানে ক্রমশ কমতে থাকা সুদের হারের এই সময়ে এই প্রবীণ নাগরিকদের আর্থিক সুরক্ষা প্রদান করা সম্ভবপর হবে৷ ব্যাঙ্কের তথ্য অনুযায়ী, সিনিয়র সিটিজন-দের পাঁচ বছর বা তার বেশি মেয়াদের রিটেল টার্ম ডিপোজিটের ওপর অতিরিক্ত ৩০ বেসিস পয়েন্টের প্রিমিয়াম পাওয়া যাবে৷ এই স্কিমের সুবিধা পাওয়া যাবে চলতি বছরে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত৷ তবে মেয়াদ সম্পূর্ণ হওয়ার আগে টাকা তুললে হবে না৷
প্রসঙ্গত, মার্জিনাল কস্ট অব ফান্ডস ভিত্তিক লেন্ডিং রেট (MCLR) ১৫ বেসিস পয়েন্ট কমিয়েছে এসবিআই৷ আগামী ১০মে থেকে সবরকম ঋণের সুদের হার ৭.৪০ শতাংশ থেকে কম হবে ৭.২৫ শতাংশ৷ এই নিয়ে ১২ বার কমল এমসিএলআর৷
এই বিশেষ ডিপোজিট স্কিম ছাড়াও এর আগে এমারজেন্সি লোন-এর সুবিধাও দেওয়ার কথা জানিয়েছে এসবিআই৷ হঠাৎ করে অর্থপ্রয়োজন হলে সাধারণ মানুষ যাতে অথৈ জলে না পড়ে যায় তার জন্য আপৎকালীন বা জরুরি সময়ভিত্তিক ঋণ প্রদানের ব্যবস্থা করছে এসবিআই৷
এই এমারজেন্সি লোন বা আপৎকালীন ঋণ গ্রহণের জন্য ব্যক্তিকে ব্যাঙ্কে যাওয়ার প্রয়োজন নেই৷ বাড়িতে বসেই পেয়ে যাবেন এই লোন৷ তাও আবার বেশিদিন অপেক্ষা করতে হবে না৷ মাত্র ৪৫ মিনিটেই পেয়ে যাবেন এই এমারজেন্সি লোন৷ লকডডাউন পিরিয়ডে এমনই সুবিধা প্রদান করছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া৷
এই লোন যারা গ্রহণ করবে তাদের ৬ মাস পর্যন্ত কোনও ইএমআই দিতে হবে না, অর্থাৎ চলতি মাসে কেউ লোন নিলে তাকে আগামী ৬ মাস কোনও ইএমআই দিতে হবে না, তবে তারপর থেকে শুরু হবে ইএমআই৷ এই লোন নিতে হলে যে কোনও দিন আবেদন করা যাবে৷ তবে এই সমগ্র সুবিধা পাবেন শুধুমাত্র এই ব্যাঙ্কের গ্রাহকেরাই৷
বিভিন্ন ভাগে বিভক্ত এই লোন৷ তার ভিত্তিতে রয়েছে টাকার প্রকারভেদও৷ এগুলি হল- পার্সোনাল লোন- ২ লক্ষ টাকা পর্যন্ত৷ পেনশন লোন- আড়াই লক্ষ টাকা পর্যন্ত৷ সার্ভিস ক্লাস- পাঁচ লক্ষ টাকা পর্যন্ত লোনের সুবিধা পাবে৷
আর এবার প্রবীণ নাগরিকদের জন্য এই বিশেষ ডিপোজিট স্কিম যে যথেষ্ট উপকারে আসবে এমনটাই আশা অনেকের৷
বর্ষা চ্যাটার্জি