আখ চাষিদের বকেয়া মেটাতে ৫ শতাংশ জি এস টির ওপর সেস বসানোর সুপারিশ কেন্দ্রিয় খাদ্য মন্ত্রকের। চিনি তৈরির জন্য যত টন আখ নিঙড়ানো হবে তার প্রতি টনে ৫.৫০ টাকা করে ভর্তুকি দেবে সরকার। চিনি শিল্পের জন্য কেন্দ্রিয় সরকারের এই বিশেষ ভর্তুকির সিদ্ধান্ত চিনির বাজারদর অনেকটাই বাড়াতে পারে। এই ভর্তুকির অর্থ সংগ্রহের জন্য চিনিতে সেস বসানোর প্রস্তাব তোলা হয় জি এস টি কাউন্সিলের বৈঠকে। কিন্তু এই প্রস্তাবে বাধা দেয় পশ্চিমবঙ্গ সহ অনেক রাজ্যই। রাজ্য গুলির আপত্তির জন্য বিষয়টি রাজ্য অর্থমন্ত্রীদের একটি গোষ্ঠীর কাছে পাঠানো হয় পর্যালোচনার জন্য।
- তন্ময় কর্মকার
English Summary: sugarcane
Published on: 07 May 2018, 12:00 IST