বাগালকোটে আচানুর তালুকের রাজাশেখর হোসামানি ৯ একর নিজস্ব জমিতে চাষবাস করতেন। সাম্প্রতিক কালে চাষে ফলন ভালো না হওয়ায় তিনি ব্যাঙ্ক ও বিভিন্ন চেনা পরিচিতের কাছে প্রায় ছয় লাখ টাকা লোন নিয়েছিলেন। কিন্তু ৫০ বছরের এই প্রৌঢ় কৃষক ঋণের বোঝা আর বইতে না পেরে শেষে আত্মহত্যার পথই বেছে নিলেন, গত বুধবার কাডলিমাট্টি স্টেশনের কাছে চলন্ত ট্রেনে গলা দিয়ে আত্মহত্যা করেন তিনি, বাগালকোটের রেলওয়ে পুলিশ জায়গাটি খতিয়ে দেখছে ও এখনো তদন্ত চলছে।
- তন্ময় কর্মকার
English Summary: Suicide-bagalkot
Published on: 01 June 2018, 06:02 IST