পশ্চিমবঙ্গের ছোট শিল্প: হ্যান্ডলুম থেকে টেরাকোটা রোজ বদলাচ্ছে আকাশের মেজাজ: দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট (Weather Update of Bengal) ক্যাপসিকাম চাষে ফলন ভালো, লাভ নেই! সরকারি সাহায্যের অভাবে ক্ষোভে চাষিরা
Updated on: 14 June, 2018 1:31 AM IST

ভাইয়ু মহারাজ, দার্শনিক গুরু ও অন্যকে শান্তির পথ প্রদর্শক নিজেই আত্মহত্যা করলেন। মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশের বিস্তীর্ণ অঞ্চলে রাজনৈতিক নেতা থেকে শুরু করে সাধারন মানুষ তাকে গুরুদেব মানতেন। তিনি ইন্দোরে নিজের বাড়িতেই গত মঙ্গলবার বন্দুকের মাধ্যমে আত্মহনন করেন। তিনি ২০১১ সালে আন্নাহাজারের লোকপাল আন্দোলনকে প্রশমিত করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পায়ের ধুলোও পড়েছে তার বাড়িতে।

- তন্ময় কর্মকার 

English Summary: Suicide of GoD
Published on: 14 June 2018, 01:31 IST