কৃষিজাগরন ডেস্কঃ দিল্লির পর এবার কলকাতা। আজ, শুক্রবার কলকাতার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অফিসে তলব করা হয়েছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। মমতা বন্দ্যোপাধ্যায় মেয়ো রোডের ছাত্র সমাবেশের মঞ্চ থেকে বলেছিলেন, “এই সভায় একটু আগেই অভিষেক খুব ভাল বক্তৃতা দিয়েছে, আমার মন বলছে, ওকে কাল না নোটিস ধরায় আবার। এ কি কেবলই কাকতালীয় ? প্রশ্ন রাজনৈতিক মহলের ।
কয়লাপাচার কাণ্ডে এর আগে দিল্লিতে দু'বার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটরের গোয়েন্দাদের মুখোমুখি হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । কিন্তু কলকাতার বদলে কেন তাঁকে দিল্লিতে ডাকা হচ্ছে, সেই প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক ৷এরপর তাঁকে ২রা সেপ্টেম্বর কলকাতার ইডি-র অফিসে হাজিরা দিতে বলা হয়েছে ।
আরও পড়ুনঃ ‘তৃণমূলের একটা দিকে পচে গিয়েছে’, অস্বস্তি বাড়ালেন প্রাক্তন আমলা
সুত্রের খবর, দিল্লি থেকে একটি বিশেষ টিম আসছে অভিষেককে জিজ্ঞাসাবাদ করবে বলে। সকাল ১১টা নাগাদ ইডি দফতরে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। তবে আজ ইডির দফতরে অভিষেক হাজিরা দেবেন কিনা সে বিষয়ে প্রশ্ন উঠতে শুরু করছিল রাজনৈতিক মহলে। কিন্তু দেখা যায় নির্ধারিত সময়ের আগেই অর্থাৎ ১০টা বেজে ৪৩ মিনিটে সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান অভিষেক।
তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকেই আশঙ্কা প্রকাশ করে মমতা বলেছিলেন, ‘আজকের সভায় অভিষেক খুব ভাল বক্তৃতা করেছে। এবার হয়তো আজ বা কাল ওকে কোনও সংস্থা নোটিশ ধরাবে... ওর বউকেও নোটিশ ধরিয়েছে। এবার তো মনে হয় ওর দু’বছরের বাচ্চাটাকেও নোটিশ ধরাবে!’
আরও পড়ুনঃ অনুব্রতর মন্তব্যে তুমুল হইচই,“ভোকাল টনিক দেওয়ার চেষ্টা”,মন্তব্য সুজন চক্রবর্তীর
প্রশঙ্গত, ২১ জুলাইয়ের সমাবেশের পরদিনই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছিল ইডি। এবার অভিষেককে নোটিশ পাঠানো হল তৃণমূল ছাত্র পরিষদের সভার পর।