রোজ বদলাচ্ছে আকাশের মেজাজ: দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট (Weather Update of Bengal) সরাসরি বাজারে নয়, FPO-র মাধ্যমে বেশি দাম পেতে কী করবেন? পশ্চিমবঙ্গের ছোট শিল্প: হ্যান্ডলুম থেকে টেরাকোটা
Updated on: 27 June, 2019 2:44 PM IST
সিলপাউলিনের পলিশিটে বীজ শোকানো সহজ

আমাদের রাজ্যের প্রধান খাদ্যশস্য ধান। ধান চাষ করে ফসল কাটা ও মাড়াই করার পর অনেকগুলো প্রক্রিয়ার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ধাপ হল ধান শুকানো। খারাপ আবহাওয়ায় ধান শুকানো খুব কষ্টকর এবং সময়ও লাগে বেশি।এছাড়াও ধান শুকানোর পর খারাপ আবহাওয়ার (ভারী বৃষ্টি, সাইক্লোন ইত্যাদি) আগাম সংবাদ বা সতর্কতা থাকলে, কৃষকদের খোলা মাঠে, বাড়ির উঠোনে বা বাগানে শুকোতে দেওয়া ধান যত তাড়াতাড়ি সম্ভব স্থানান্তরিত  করে সুরক্ষিত স্থানে নিয়ে যেতে হয় । মাঠে, বাড়ির উঠোনে বা বাগানে যে কোনো স্থানেই ধান শুকান না কেন নীচে যদি সিলপাউলিনের পলিশিট পেতে নেওয়া হয়, তাহলে একদিকে যেমন ধান থাকে পরিস্কার আবর্জনামুক্ত, আবার অন্যদিকে শুকানোর পর সেই ধান সংগ্রহ ও স্থানান্তরিত করতেও কোন অসুবিধাই হবে না। এর ফলে বাঁচবে সময় আর শ্রম দুটোই। শুকানোর সময় দরকারে ঢেকে রাখতেও ব্যবহার করা যায় এই পলশিটগুলি। সিলপাউলিনের এই পলিশিটগুলি টেকসই ও দীর্ঘমেয়াদি, সূর্য্যের অতিবেগুনি রশ্মি নিরোধক সঠিক মূল্য ও আকারে উপলব্ধ। পলিশিটগুলি বিভিন্ন রঙে ও গ্রাহকের সুবিধা অনুযায়ী বিভিন্ন দৈর্ঘ্য, প্রস্থ ও বেধে পাওয়া যায়।

English Summary: Sylpaulin-poly-sheet-very-helpful-to-collect-and-dry-seeds
Published on: 27 June 2019, 02:44 IST