রোজ বদলাচ্ছে আকাশের মেজাজ: দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট (Weather Update of Bengal) সরাসরি বাজারে নয়, FPO-র মাধ্যমে বেশি দাম পেতে কী করবেন? পশ্চিমবঙ্গের ছোট শিল্প: হ্যান্ডলুম থেকে টেরাকোটা
Updated on: 8 April, 2023 6:56 PM IST
ছবিঃফেসবুক থেকে নেওয়া।

কৃষিজাগরন ডেস্কঃ চা শ্রমিকদের জন্য খুঁশির খবর শোনালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ।শনিবার উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে পঞ্চায়েত ভোটের প্রচারে গিয়ে তিনি বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে চা শ্রমিকদের দৈনিক মজুরি বাড়তে চলেছে।এদিন অভিষেক বলেন, “আলিপুরদুয়ার,জলপাইগুড়ি জেলার বেশির ভাগ লোকই কৃষিজীবি এবং চা শ্রমিক...আজ থেকে ঠিক ১২বছর আগে ২০১১ সালে যখন মা মাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হল,২০১১ সালে আপনাদের দৈনিক মজুরি ছিল ৬৭ টাকা। আজকে হচ্ছে ২৩২ টাকা...আগামী ১২ তারিখ একটি ত্রিপাক্ষিক বৈঠক হবে....এই ত্রিপাক্ষিক বৈঠকে আগামী দিনে আপনাদের দৈনিক মজুরি বাড়তে চলেছে..,”  

আরও পড়ুনঃ রাজ্যজুড়ে কৃষক আত্মহত্যার প্রতিবাদে শুভেন্দুর নেতৃত্বে পথে নামছে বিজপি

পরনে নীল রঙের পাঞ্জাবি,চোখে কালো ফ্রেমের চশমা,গলায় দুধ সাদা উত্তরীয় সঙ্গে সেই স্বভাবসিদ্ধ চেনা ভঙ্গিমায় কেন্দ্রের বঞ্চণার বিরুদ্ধে এবার সুর সপ্তমে চড়াতে দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সভার শুরু থেকেই তাঁর আক্রমনের কেন্দ্রবিন্দু ছিল কেন্দ্রের বিজেপি সরকার। এদিনের সভা থেকে তিনি তৃণমুল নেতাদের বাড়ি বাড়ি গিয়ে চিঠি সংগ্রহ করতে বলেন।

আরও পড়ুনঃ  ট্রাক্টর চাপা পড়ে মৃত্যু হল নবদ্বীপের এক কৃষকের

তিনি বলেন, “যা লোক আছে যাঁরা একশ দিনে বঞ্চিত।তাঁদের চিঠি একটা একটা করে তৈরি করে রাখুন..এক কোটি চিঠি নিয়ে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লির বুকে যাব..”।একশো দিনের টাকা না দিলে,আগামী দিনে তৃণমুল যে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে সেই হুঁশিয়ারি আগেই দিয়েছিলেন তৃণমুল সুপ্রিপো মমতা বন্দ্যোপাধ্যায়।এদিনের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই কথাই আরও একবার মনে করিয়ে দিলেন বলে মনে করছেন রাজনিতির কারবারিরা।

English Summary: Tea workers will get good news within a week: Abhishek Banerjee
Published on: 08 April 2023, 06:56 IST