রোজ বদলাচ্ছে আকাশের মেজাজ: দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট (Weather Update of Bengal) সরাসরি বাজারে নয়, FPO-র মাধ্যমে বেশি দাম পেতে কী করবেন? পশ্চিমবঙ্গের ছোট শিল্প: হ্যান্ডলুম থেকে টেরাকোটা
Updated on: 4 July, 2018 7:04 AM IST

চলতি অর্থবর্ষে ভারতে চা উৎপন্ন হয়েছে সর্বোচ্চ। ২০১৪ অর্থবর্ষে মোট চা উৎপন্ন হয়েছে ১৩২৫.০৫ মিলিয়ন কেজি যা ২০১৬-১৭ অর্থবর্ষের তুলনায় ৭৪.৫৬ মিলিয়ন কেজি বেশী। শতাংশের বিচারে এই বৃদ্ধি প্রায় ৬ শতাংশের আশেপাশে।

২০১৬-১৭ অর্থবর্ষে ভারত ১,২৫০.৪৯ মিলিয়ন কেজি চা উৎপাদন করে। একইভাবে ২০১৭-১৮ অর্থবর্ষে ভারতের চা রপ্তানী বৃদ্ধি পায়, ২৮.৯৪ মিলিয়ন কেজি। যা বিগত অর্থবর্ষের তুলনায় ১২.৭১ শতাংশ বেশী।

চা রপ্তানীর ক্ষেত্রে প্রধানতঃ পাঁচটি দেশ বিশ্বে ছড়ি ঘোরায়। তারা হল মিশর (৭.৪৯ মিলিয়ন কেজি), ইরান (৬.৯৫ মিলিয়ন কেজি), পাকিস্তান (৪.৯৬ মিলিয়ন কেজি), চীন (২.৯১ মিলিয়ন কেজি), এবং রাশিয়া (২.৮৯ মিলিয়ন কেজি)। ১৯৭৬-৭৭ অর্থবর্ষে সবথেকে বেশী চা রপ্তানী হয়েছিল। পূর্ববর্তী রেকর্ড অনুযায়ী যা সর্বোচ্চ। সেই বছরে প্রায় ২৪২.৪২ মিলিয়ন কেজি চা রপ্তানী করা হয়।

- কৃষি জাগরণ প্রতিনিধি

English Summary: Tea
Published on: 04 July 2018, 07:04 IST