এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 18 July, 2022 4:43 PM IST

মধ্যপ্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে আহত ১৫ জনকে। এদের মধ্যে ছয় জনের অবস্থা গুরুতর। এখনও নিখোঁজ অনেক বাসযাত্রী।

সোমবার সকালে ঘটে এই দুর্ঘটনা।

জানা যায়, মহারাষ্ট্রের ইন্দোর থেকে রওনা হয়ে পুনের দিকে যাচ্ছিল একটি সরকারি বাস। মাঝে মধ্যপ্রদেশের খালঘাট এলাকায় একটি সেতুর রেলিং ভেঙে প্রায় একশ ফুট নিচে নর্মদা নদীতে পড়ে যায় বাসটি। মনে করা হচ্ছে অতিরিক্ত বৃষ্টির জেরে রাস্তা পিচ্ছিল থাকায় দুর্ঘটনাটি ঘটেছে। তবে যান্ত্রিক ত্রুটির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। 

আরও পড়ুনঃ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

দুর্ঘটনার সময় বাসটিতে যাত্রী ছিল প্রায় ৫০ জন। অতিবৃষ্টির জেরে নদীতেও জলের স্রোত এবং উচ্চতা ছিল স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেশি। যার ফলে নদীতে সম্পূর্ণভাবে ডুবে যায় বাসটি। দুর্ঘটনার পরেই যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজে নামে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। ইতোমধ্যে জেলা প্রশাসনের কর্মকর্তাদের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। 

মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র দুর্ঘটনার কারণ জানতে তদন্ত হবে বলে জানিয়েছে। পাশাপাশি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্ঘটনার খবরে গভীর প্রকাশ করেছে।

আরও পড়ুনঃ আরও বাড়বে বৃষ্টি, মুম্বাইয়ে জারি লাল সর্তকতা

English Summary: Terrible bus accident! The bus fell into the river, at least 13 people were killed, and rescue work is underway
Published on: 18 July 2022, 04:43 IST