'রাক্ষুসে মাছ'-বিপদ কোথায়? 'MFOI, VVIF কিষাণ ভারত যাত্রা' গুজরাটের বিভিন্ন গ্রামে পৌঁছে কৃষকদের সম্মানিত করেছে কাঁচা আম খেলে হিট স্ট্রোক প্রতিরোধ হবে এবং এই সমস্যাগুলো দূর হবে!
Updated on: 22 February, 2022 3:51 PM IST
বাজারে বিপ্লব আনতে চলে এসেছে টাটা ন্যানোর ইলেকট্রিক ভার্সন

সবচেয়ে সস্তায় ভারতীয় বাজারে চার চাকা এনে তাক লাগিয়ে দিয়েছিল টাটা ন্যানো। এই গাড়ির দাম ছিল সকলের আয়ত্তের মধ্যে। সবচেয়ে সস্তায় এবং ফ্যাশনের দিক থেকেও বহু এগিয়ে ছিল এই টাটার এই গাড়ি। তবে এই টাটা ন্যানোর রাস্তা এতটাও সহজ ছিল না। বহু প্রতিকূলতার মধ্য দিয়ে পেরিয়ে অবশেষে ভারতীয় বাজারে বন্ধ হয়ে যায় এর বাজার, অবশেষে বহু বছর বাদে ফের ঘুরে দাঁড়িয়েছে টাটা ন্যানো। বাজারে নিয়ে এসেছে ন্যানোর ইলেকট্রিক ভার্সন।

দিন দিন যেভাবে পেট্রোল এবং ডিজেলের দাম বাড়তে শুরু করেছে সকলেই এখন ঝুঁকছে ইলেকট্রিক গাড়ির দিকে। এই পরিস্থিতিতে টাটা আস্থা রাখছে যে তাঁদের এই নয়া ইলেকট্রিক গাড়ি বাজারে বিপ্লব আনবে। ইতিমধ্যেই এই নয়া ভার্সন ডেলিভারি করা হয়েছে টাটার প্রাক্তন চেয়ারম্যান রতন টাটাকে।

ই-টাটা ন্যানোতে রয়েছে প্রচুর নতুন ফিচার। পাশাপাশি গাড়ির লুকেও আনা হয়েছে প্রচুর পরিবর্তন। এই গাড়িটি  ফোর সিটার অর্থাৎ চার জন সুন্দরভাবে বসতে পারবে।  রেঞ্জ হলো ১৬০ কিলোমিটার। একবার চার্জ দিলে গাড়িটি ১৬০ কিলোমিটার পর্যন্ত যেতে পারবে। এটি হাই স্পিড গাড়ি বলেই বাজারে পরিচিতি পেয়েছে। এই গাড়িতে রয়েছে লিথিয়াম আয়ন ব্যাটারি। যার জন্য গাড়ি খুব স্মুথ ভাবে চলবে এবং চালক চালিয়ে ভালো অনুভুতি পাবে। এছাড়াও এটি পরিবেশবান্ধব। সেই সমস্ত কথা ভেবেই এই গাড়ির ফিচারগুলি তৈরি করা হয়েছে।

English Summary: The electric version of Tata Nano has come to revolutionize the market
Published on: 22 February 2022, 03:51 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)