কৃষিজাগরন ডেস্কঃ দেশে গত কয়েকদিন ধরে টানা বর্ষণে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এই পরিস্থিতিতে, হরিয়ানা সরকার তাদের কৃষকদের সুবিধার জন্য পদক্ষেপ নিচ্ছে।
হরিয়ানা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে , এই ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় কোনো কৃষকের ফসলের শতভাগ ক্ষতি হলে তাকে প্রতি একর ১৫ হাজার টাকা হারে ক্ষতিপূরণ দেওয়া হবে । এ ছাড়া কম একর জমিতে যে ফসল নষ্ট হয়েছে, সেই অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে।
আরও পড়ুনঃ চন্দ্রযান৩-এর সফল উত্ক্ষেপণ,ফ্রান্স থেকে শুভেচ্ছা বার্তা প্রাধনমন্ত্রীর
হরিয়ানা সরকারের প্রকাশিত তথ্য অনুসারে , রাজ্যে বন্যার কারণে এখন পর্যন্ত ১৮০০০ একরেরও বেশি ফসল নষ্ট হয়েছে। রাজ্যের প্রায় ১৩৫৮ টি গ্রাম প্লাবিত হয়েছে এবং এখনও পর্যন্ত ৩৫ জনেরও বেশি লোক প্রাণ হারিয়েছে।
রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে , যেসব জায়গায় ফসল পুনঃরোপণের সুযোগ রয়েছে সেই জায়গাগুলির কৃষকদের জন্য আলাদা ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়েছে। সরকার আরও বলছে যে এই বন্যার কারণে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে ।
আরও পড়ুনঃ কোথায়,কখন, কিভাবে দেখবেন চন্দ্রযান-এর উৎক্ষেপন? জেনে নিন
যদি এই বন্যায় ফসল ক্ষতিগ্রস্ত হয় , তাহলে রাজ্য সরকার কর্তৃক জারি করা ই-ক্ষতিপূরণ পোর্টালে গিয়ে ক্ষতিপূরণের জন্য আবেদন করতে হবে। আবেদনের পরে প্রদত্ত বিশদগুলি যাচাই করা হবে এবং তারপর শুধুমাত্র একটি যাচাইকরণের পরে ক্ষতিপূরণের পরিমাণ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে।
এছাড়া বন্যা কবলিত এলাকায় পশুর রক্ষণাবেক্ষণের জন্য সরকার দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল থেকে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই বর্ষাকালে পশুদের যাতে কোনো রোগ না হয় সেজন্য ৫০ লাখ পশুকে টিকা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে ।