'রাক্ষুসে মাছ'-বিপদ কোথায়? 'MFOI, VVIF কিষাণ ভারত যাত্রা' গুজরাটের বিভিন্ন গ্রামে পৌঁছে কৃষকদের সম্মানিত করেছে কাঁচা আম খেলে হিট স্ট্রোক প্রতিরোধ হবে এবং এই সমস্যাগুলো দূর হবে!
Updated on: 29 August, 2022 3:47 PM IST
তৃণমূল ছাত্র পরিষদের ২৪ তম প্রতিষ্ঠা দিবসে ধর্মতলার মেয়ো রোড থেকে বক্তব্য দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেস্ব চিত্র।

কৃষিজাগরন ডেস্কঃ তৃণমূল ছাত্র পরিষদের ২৪ তম প্রতিষ্ঠা দিবসে ধর্মতলার মেয়ো রোড থেকে বিজেপি এবং কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ।  সিবিআই, ইডির হাতে ধৃত দলীয় নেতাদের নিয়ে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ”পার্থ-কেষ্ট চোর কি না, তা আইন বলবে। কিন্তু এসব কী চলছে? ববি চোর, অভিষেক চোর, মমতা চোর? সব কিছুতে মমতা বন্দ্যোপাধ্য়ায়কে টানা! আর বিজেপির সবাই সাধু?

অন্যদিকে মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সরাসরি চ্যালেঞ্জ করে অভিষেক অভিষেকের বলেন, 'তোমাকে যদি আদালতে ল্যাজে গোবরে না করি তাহলে আমার নাম অভিষেক বন্দোপাধ্যায় নয়।' 

আরও পড়ুনঃ৪০তলা ৯ সেকেন্ডে শেষ! খরচ ১৮ কোটি, কেন ভেঙে ফেলা হচ্ছে বিখ্যাত টুইন টাওয়ার

অভিষেকের হুঙ্কার, 'কোভিডের কারণে দু'বছর সমাবেশ বন্ধ ছিল। ২১ জুলাইয়ের মতোই রেকর্ড সমাবেশ। ১০-০ গোলে হারাব। মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে লড়াই পরে করবে, আগে তো আমাদের সঙ্গে লড়াই কর। দেশনেত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে আমরা আছি। আজকের সভার আওয়াজে দিল্লি আর গুজরাত যেন কাঁপে।' 

আরও পড়ুনঃ আগামী সপ্তাহে সকল কৃষককে এই গুরুত্বপূর্ণ কাজটি শেষ করতে হবে

মূলত আজ ছিল টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষে বিরাট সমাবেশ হয় কলকাতার মেয়ো রোডে। আর এই সভামঞ্চ থেকেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে এদিন তীব্র আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মমতা বলেন, কারা গ্রেফতার করছেন ? কারা হ্যারাস করছেন ? কারা দুষ্টুমি করছেন ? কারা গায়ের জোরে আমাদের লোকেদের নামে বদনাম করছেন ? কারা বদনাম করছে, আমরাও লিস্ট করে রাখছি।

English Summary: The list is made! Mayo Road to Singhanad Mamtar
Published on: 29 August 2022, 03:42 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)