স্ত্রী২ বক্স অফিস কালেকশন সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে,২৫ দিন শেষে আয় ৫৪০ কোটি ঘরেই ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ কিউই চাষ করুন, শুধুমাত্র এই বিষয়গুলো মাথায় রাখতে হবে আপনি যদি কৃষিতে ক্যারিয়ার গড়তে চান তবে এমন পথ খুলবে, আপনি এই ডিগ্রি নিতে পারেন, আপনি এত উপার্জন করবেন
Updated on: 12 April, 2023 12:54 PM IST
সেঞ্চুরি হাঁকালো সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা

১০০ পার করল সুন্দরবনের বাঘের সংখ্যা। এমনটাই তথ্য উঠে এল সর্ব ভারতীয় ব্যাঘ্র সুমারির রিপোর্টে। ২০২১ থেকে নতুন গননা শুরু হয় এবং সেই গননাতেই উঠে এসেছে এই দারুণ খবর। বিগত বছর গুলির তুলনায় অনেকটাই বেড়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা। যা দেখে ভীষণ খুশি বন বিভাগের আধিকারিকরা।

২০২১ সালে জঙ্গলের বিভিন্ন প্রান্তে প্রায় ১১৪৬ টি স্বয়ংক্রিয় ক্যামেরা বসানো হয়। সেই ক্যামেরাতেই প্রায় ১০০টিরও বেশি বাঘের উপস্থিতি ধরা পড়েছে। সেই গণনা অনুযায়ী এবছর সংখ্যাটা বেড়েছে অনেক। অল ইন্ডিয়া টাইগার এস্টিমেশানের রিপোর্ট অনুযায়ী গত বছরের তুলনায় বাঘের সংখ্যা একলাফে অনেকটাই বেড়েছে।

আরও পড়ুনঃ  এবার মৌমাছির হূল বিক্রি হবে ৭০ লাখ টাকায়

প্রায় ২ বছর ধরে এই ক্যামেরা লাগানো ছিল বনের বিভিন্ন প্রান্তে। বন আধিকারিকদের মতে ১০০ টির মত বাঘের ছবি এই ক্যামেরায় ধরা পড়েছে। সংখ্যাটা এর বেশিও হতে পারে। এই গননায় শাবকদের ধরা হয়নি। তাদের বাদ দিয়েই সংখ্যাটা ১০০। এছাড়াও আরও বাঘ আছে বলে মনে করছেন বন আধিকারিকরা।

আরও পড়ুনঃ  চন্দনের মতই মূল্যবান এই কাঠ, চাষ করলে হবে কোটি টাকা লাভ

সুন্দরবন বাংলার বাঘের একটি অনন্য আবাসস্থল। এটি ভারত ও বাংলাদেশের মধ্যে ভাগ করা ১০ হাজার কিমি আয়তনের বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন। সুন্দরবন গড়ে উঠেছে ৩টি নদীর বদ্বীপে যেখানে বেঙ্গল টাইগার বাস করে। ২০১৮ সালে বাঘের সংখ্যা ছিল ৮৫। ২০২০-২০২১ সালে সেই সংখ্যা বেড়ে হয় ৯৬ এবং বর্তমানে প্রায় ১০০ পার। বাঘের সংখ্যা বাড়া পরিবেশের জন্য যেমন সুখবর ঠিক তেমনই পর্যটন ব্যবসায়ীদের জন্যও সবুজ সূচক। এবার এই বাঘ দেখার টানে বাড়বে পর্যটন সংখ্যা এমনটাই মনে করছেন বন আধিকারিকরা।

English Summary: The number of Royal Bengal Tigers of Sundarbans hit a century
Published on: 12 April 2023, 12:54 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)