Weather Update: ঝেঁপে নামবে বৃষ্টি! শনিবার থেকেই আবহাওয়ার আমূল পরিবর্তনের পূর্বাভাস হাওয়া অফিসের “ট্র্যাক্টর কে খিলাড়ি” কৃষকদের 51 হাজার টাকা পর্যন্ত পুরস্কার “মিলিওনেয়ার ফার্মার অফ ইন্ডিয়া অ্যাওয়ার্ডস 2024” এবার জুরির সভাপতিত্বে নীতি আয়োগের সদস্য অধ্যাপক রমেশ চাঁদ
Updated on: 7 September, 2022 11:19 AM IST
গ্যাস সিলিন্ডারের দাম কমল 135 টাকা, নতুন নিয়ম কার্যকর হল 1 জুন থেকে

একদিকে যেমন মূল্যস্ফীতি মানুষের অবস্থা খারাপ করেছে, অন্যদিকে সাধারণ মানুষের জন্য বেরিয়ে আসছে স্বস্তির খবর। আসলে পেট্রোল-ডিজেলের দাম কমার পর এখন  বাণিজ্যিক  গ্যাস সিলিন্ডারও  সস্তা হয়েছে। 

সস্তা গ্যাস সিলিন্ডারের দাম 

আপনাদের অবগতির জন্য বলে রাখি যে এই কারণে মে মাসে সিলিন্ডারের দাম বেড়েছে  3000  টাকার কাছাকাছি । কিন্তু আজ থেকে আপনাকে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারে  135  টাকা ছাড় দেওয়া হবে  ।  

বাণিজ্যিক এলপিজির দাম কমানোয়, কলকাতায় বুধবার থেকে কমার্শিয়াল LPG-র দাম হচ্ছে 2454 টাকা। 19  কেজি সিলিন্ডারের দাম দিল্লিতে  2354  টাকার  পরিবর্তে  2219  টাকা এবং মুম্বাইতে  2306  টাকার পরিবর্তে  2171.50  টাকা হয়েছে  ।

19  কেজি বাণিজ্যিক এলপিজির  দাম আগে 1  এপ্রিল  সিলিন্ডার প্রতি  250  টাকা এবং 1  মার্চ  2022  -এ  105  টাকা বাড়ানো হয়েছিল ।

আরও পড়ুনঃ  রান্নার তেলের দামে হতে পারে ব্যাপক পতন

এলপিজি গ্যাস সিলিন্ডারের কি অবস্থা 

এছাড়াও ,  এলপিজির দাম মূলত  আন্তর্জাতিক অপরিশোধিত তেলের দামের উপর নির্ভরশীল। যখন এগুলো বেশি হয় ,  তখন নয়াদিল্লিতে এলপিজি সিলিন্ডারের দামও বেড়ে যায়। এই কারণে ,  সরকার দরিদ্র অংশের জন্য গ্যাস সিলিন্ডারের দামের উপর একটি ভর্তুকি স্কিম ( এলপিজি ভর্তুকি যোজনা)  শুরু করেছে ,  যার কারণে নতুন দিল্লির বেশিরভাগ জনসংখ্যার কাছে রান্নার গ্যাস এখন সহজলভ্য। 

আজ নতুন দিল্লিতে ভর্তুকিহীন এলপিজি সিলিন্ডারের  দাম 1,002.50  টাকা ( এলপিজি গ্যাস সিলিন্ডারের সর্বশেষ মূল্য)  ৷ ভারত সরকার প্রতি মাসে এগুলি সংশোধন করে। এলপিজি  একটি অত্যন্ত পরিষ্কার জ্বালানী হিসাবে পরিচিত ,  যে কারণে এটিকে আরও বেশি অগ্রাধিকার দেওয়া হয়। গত কয়েক বছরে দেশীয় ও বাণিজ্যিক গ্যাসের ব্যবহার দ্রুত বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুনঃ  এভারেস্ট জয়ের পর লোৎসে! ঋণের পাহাড় নিয়ে দুই শৃঙ্গ জয় চন্দননগরের পিয়ালির

English Summary: The price of a gas cylinder is Rs 135 per lot, the new rule is effective from June 1
Published on: 01 June 2022, 03:05 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)