এভাবে বাচ্চা ও মুরগির যত্ন নিন, কম খরচে ভালো লাভ পাবেন! এভাবে বাচ্চা ও মুরগির যত্ন নিন, কম খরচে ভালো লাভ পাবেন! ভুট্টা ফসলে এই সার ব্যবহার করুন, কম খরচে ভালো ফলন পাবেন, সম্পূর্ণ বিবরণ জানুন ভুট্টা ফসলে এই সার ব্যবহার করুন, কম খরচে ভালো ফলন পাবেন, সম্পূর্ণ বিবরণ জানুন ২০২৫ সালে কাঁচা মরিচ চাষে লাভের বন্যা: কম খরচে শুরু করুন আজই! ২০২৫ সালে কাঁচা মরিচ চাষে লাভের বন্যা: কম খরচে শুরু করুন আজই!
Updated on: 6 July, 2022 11:20 AM IST

ফের বাড়ল রান্নার গ্যাসের দাম (LPG Price Hike)।  বুধবার থেকে কলকাতায় ৫০ টাকা বেড়ে ১৪.২ কেজি ঘরোয়া রান্না গ্যাসের সিলিন্ডারের দাম দাঁড়াল ১ হাজার ৭৯ টাকায়। ফের একবার রান্নার গ্যাসের দাম বাড়ায় নাভিশ্বাস উঠেছে আমজনতার। এই নিয়ে এক মাসে ২ বার দাম বাড়ল এলপিজি সিলিন্ডারের। ২ মাসে মোট ১০৩ টাকা বাড়ল দাম।

অয়েল মার্কেটিং সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, ব্যবহৃত ১৮.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে ৫০ টাকা। নতুন দাম হয়েছে ১০৭৯ টাকা। যা আজ থেকেই কার্যকর হবে। এর আগে ১৯ মে ৩ টাকা বেড়েছিল রান্নার গ্যাসের দাম। তখন ১০২৯ টাকা দিতে হয়েছিল। এরপরে আবার ৭ মে ৫০ টাকা বেড়েছিল রান্নার গ্যাসের দাম। গত দুমাসে মোট ১০৩ টাকা বেড়েছে। তবে বারে বারে রান্নার গ্যাসের দাম বেড়ে যাওয়ায় সংকটে পড়েছে মধ্যবিত্ত থেকে দিন আনা দিন খাওয়া মানুষেরা।

আরও পড়ুনঃ  বাংলাদেশে বন্যায় ৪ হাজার ৬৮০ হেক্টর ফসলের ক্ষয়ক্ষতি

আগেই ১০০০ টাকা ছাড়িয়ে গিয়েছিল রান্নার গ্যাসের দাম৷ এতদিন ১০২৯ টাকা দিয়ে গ্যাস কিনতে হচ্ছিল৷ আজ থেকে সেই গ্যাসই কিনতে হবে ১০৭৯ টাকায়৷ রান্নার গ্যাসের ভর্তুকিও কার্যত তুলে নিয়েছে কেন্দ্রীয় সরকার৷ তার উপরে আবার গ্যাস দিতে এলেই বাড়তি কিছু টাকা দাবি করেন ডেলিভারি দিতে আসা কর্মীরা৷ সবমিলিয়ে আজ থেকে রান্নার গ্যাস নিতে গেলে তাই প্রায় ১১০০ টাকাই গুনতে হবে৷

আপনার শহরে রান্নার গ্যাসের দাম জানুন 

দিল্লি: ১০৫৩

মুম্বই: ১০৫৩

কলকাতা: ১০৭৯

চেন্নাই: ১০৬৯

লখনউ: ১০৯১

জয়পুর: ১০৫৭

পাটনা: ১১৪৩

ইন্দোর: ১০৮১

আহমেদাবাদ: ১০৬০

পুনে: ১০৫৬

গোরখপুর: ১০৬২

ভোপাল: ১০৫৯

আগ্রা: ১০৬৬

আরও পড়ুনঃ মুসওয়ালা হত্যাকাণ্ড: দিল্লি পুলিশের বড় সাফল্য, গ্রেফতার ৪ অভিযুক্ত

দেশে পেট্রোপণ্যের দাম নির্ভর করে আন্তর্জাতিক বাজারের দামের ওঠাপড়ার উপর। যদিও জানা গিয়েছে চলতি সপ্তাহেই আন্তর্জাতিক বাজারে কমেছে এলপিজি-র দাম। একই সঙ্গে যে সিলিন্ডার বিক্রি করা হচ্ছে সেগুলি আসলে ছয় মাসের পুরনো স্টক। ফলত পুরনো দামের সঙ্গে অ্যাডজাস্টমেন্টের কারণে বেড়ে যাচ্ছে দাম। এইবার একলাফে বেড়েছে ৫০ টাকা। স্বাভাবিকভাবেই পকেটে আগুন মধ্যবিত্তের।

English Summary: The price of cooking gas has risen again, with middle-class Bengalis in their pockets
Published on: 06 July 2022, 11:20 IST