কৃষিজাগরণ ডেস্কঃ মিড ডে মিলে এবার থেকে ডাল-ভাত-তরকারির সঙ্গে থাকবে মুরগির মাংস। জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত মিড ডে মিলে যুক্ত হবে এই খাবার । মিড ডে মিলে মুরগীর মাংস, ফলের জন্য অতিরিক্ত ৩৭২ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। প্রতি সপ্তাহে পড়ুয়াপিছু অতিরিক্ত ২০ টাকা করে বরাদ্দ করেছে রাজ্য । সমস্ত জেলা শাসকদের চিঠি দিয়ে সে কথা জানিয়ে দিয়েছে রাজ্য সরকার।
কোনওভাবেই যাতে পড়ুয়াদের পুষ্টির সঙ্গে কোনওরকম আপোস করা না হয় সেজন্য পদক্ষেপ করল স্কুল শিক্ষা দফতর।রাজ্যে প্রায় ১ কোটি পড়ুয়ার মিড ডে মিলের খাদ্য তালিকায় মুরগির মাংস ফল যোগ হওয়ার ছাত্রছাত্রীদের পুষ্টির অভাব মিটতে চলেছে বলে মনে করা হচ্ছে। সপ্তাহে ৪ দিন অতিরিক্ত পৌষ্টিক আহার প্রদানের উদ্যোগ নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে।
আরও পড়ুনঃ ক্ষতির মুখে হিমঘর থেকে আলু বের করতে চাইছেন না আলু চাষীরা
বৃহস্পতিবার স্কুল শিক্ষা দপ্তরের তরফে রাজ্যের ২৪ জেলার জেলাশাসক, কলকাতা পুরনিগমের যুগ্ম কমিশনার, শিলিগুড়ির মহকুমার মহকুমা শাসক-সহ সমস্ত দপ্তরে বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, পিএম পোষণ প্রকল্পে ৩৭১ কোটি ৯০ লক্ষ টাকা ৭৮ হাজার ৪০০ অতিরিক্ত টাকা বরাদ্দ করা হয়েছে। জানা গিয়েছে, ২৩ জানুয়ারি থেকে ২৩ এপ্রিল, ১৬ সপ্তাহে চারদিন ডিম-মাংস-ফল খাওয়ানোর পরিকল্পনা করছে স্কুল শিক্ষা দপ্তর। উল্লেখ্য, মিড ডে মিলের ৬০ শতাংশ টাকা কেন্দ্র ও ৪০ শতাংশ টাকা রাজ্য দেয়।
আরও পড়ুনঃ স্বাস্থ্যসাথী কার্ড বিরাট পরিবর্তন, হাসপাতালগুলিকে চাপে রাখতে কড়া দাওয়াই নবান্নের
মিড-ডে মিলের প্রকল্প পড়ুয়াদের পড়াশোনা ও স্বাস্থ্য দুইয়ের জন্য়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোভিড পরিস্থিতিতে স্কুল বন্ধ থাকার সময় মিড-ডে মিল বিলি নিয়ে নানা সমস্যা হয়েছিল। পরে পড়ুয়াদের কাছে প্রয়োজনীয় মিড-ডে মিল সামগ্রী পৌঁছে দেওয়ার পদক্ষেপ করা হয়েছিল প্রশাসনের তরফে।