গত দুই দিনের বৃষ্টিতে পশ্চিমবঙ্গের অনেক জেলায় হাজার হাজার হেক্টর ফসল নষ্ট হয়ে গেছে । হাওড়া, হুগলি, বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুর এই জেলাগুলির কৃষকদের সর্বনাশ হয়েছে সবথেকে বেশি।
ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে সৃষ্ট নিম্নচাপে রবিবার থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার রাত পর্যন্ত অব্যাহত থাকবে । আজও অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে। এমতাবস্থায় ধান, আলু, পেঁয়াজ ও সবজির ব্যাপক ক্ষতি হয়েছে।
কৃষিমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় বলেছেন যে আমরা সমস্ত ক্ষতিগ্রস্থ জেলার আধিকারিকদের সাথে বৈঠক করেছি এবং ক্ষয়ক্ষতির হিসাব নিতে কিছুটা সময় লাগবে। সব কৃষককে বিঘা আকারে ক্ষতিপূরণ দেওয়া হবে। এবং সবাইকে ক্ষতিপূরণ দেওয়া হবে।
আরও পড়ুনঃ কৃষকদের জন্য সুখবর,আগামী সপ্তাহে আসবে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার টাকা
ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে সর্বশান্ত হয়ে গেছে অনেক কৃষক পরিবার। কেউ কেউ হয়ত ঋন নিয়ে আলু চাষ করেছিল। কিন্তু বর্ষার কারনে ফসল তলিয়ে গিয়েছে জলে। কি করে ঋন শোধ হবে সেই চিন্তায় এখন ঘুম নেই বাংলার চাষিদের চোখে।
আরও পড়ুনঃ জেনে নিন বৃষ্টির হাত থেকে কিভাবে পেঁয়াজকে রক্ষা করবেন