একপ্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে আমাদের দেশের জনগণ সাধারণত ট্রেন পরিষেবার ওপর বেশি নির্ভর করে। তাই ভারতীয় রেল (Indian Railways) সবসময় ট্রেন পরিষেবাকে আরও উন্নত এবং আরও মানুষের কাছে যাতে পৌঁছে দেওয়া যায় তার বিভিন্ন প্রচেষ্টা করে যায়।
ভারতীয় রেল যাত্রী পরিষেবা এবং রেলের উন্নয়ন সুনিশ্চিত করতে যে সকল পরিষেবা নিয়ে এসেছে তার মধ্যে অন্যতম হল বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। সময় বাঁচাতে এবং উন্নত পরিষেবা দিতে নয়া উদ্যোগ ভারতীয় রেলের। বর্তমানে ভারতের বিভিন্ন প্রান্তে প্রায় ১৪ টি বন্দে ভারত এক্সপ্রেস চলছে।। এর মধ্যে একটি চলছে বাংলাতেও। হাওড়া- জলপাইগুড়ি রুটে চলছে এই ট্রেন।
আরও পড়ুনঃ Ramadan 2023: মহাকাশে রোজা? ইদের আগেই মহাকাশ থেকে এল অপূর্ব দৃশ্য
তবে বাংলা আরও তিনটি বন্দে ভারত উপহার পেতে চলেছে। খুব শীঘ্রই বাংলার বুকে আরও তিনটি বন্দে ভারত চলতে শুরু করবে। রেল সুত্রে খবর তিনটি বন্দে ভারত চলবে হাওড়া থেকেই। একটি হাওড়া- পুরী, একটি হাওড়া- রাঁচি এবং আর একটি হাওড়া- বারাণসী। এখানেই শেষ নয় এই তিনটি ছাড়াও আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) চলতে পারে হাওড়া গুয়াহাটি রুটে।
আরও পড়ুনঃ Weather Big Updateআবহাওয়ার রদবদল! দু একদিনে ব্রজ-বিদ্যুৎ সহ বৃষ্টি গোটা বাংলায়
তবে ঠিক কবে থেকে এই তিনটি ট্রেনের সুবিধা বঙ্গবাসি পেতে চলেছে সেই নিয়ে কিছু জানায়নি ভারতীয় রেল। তবে জোর কদমে চলছে পরিকল্পনা। প্রসঙ্গত একের পর এক মুকুটে পালক যোগ হচ্ছে তিলোত্তমার মাথায়। কিছুদিন আগেই দেশে প্রথম গঙ্গার তলায় মেট্রো শুরু হয়। পাশাপাশি বাংলার বুকেই রয়েছে দেশের সর্বচ্চো স্টেশন ঘুম এবং সবচেয়ে নিচু স্টেশন হাওড়া।