এবার AI এর সাহায্যে ছাগলের গর্ভধারণ করা হবে, জেনে নিন কীভাবে কাজ করবে এই প্রযুক্তি শীতকালে মাছ চাষ: জল ব্যবস্থাপনা এবং মাছের সঠিক যত্ন নেওয়া শিখুন! বাগমাল গুর্জরের সাফল্যের গল্প
Updated on: 10 July, 2023 12:25 PM IST

কৃষিজাগরন ডেস্কঃ রাজ্যসভায় প্রার্থীদের নাম ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। নতুন-পুরনোর যথাযথ মেলবন্ধন রেখেই প্রার্থীদের নাম ঘোষণা করল শাসকদল।রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন, রাজ্যসভার উপদলনেতা সুখেন্দুশেখর রায় এবং তৃণমূলের সর্বভারতীয় শ্রমিক সংগঠনের নেত্রী দোলা সেনকে তৃতীয়বারের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে।এছাড়াও সমিরুল ইসলাম, প্রকাশ চিক বড়াইক এবং সাকেত গোখলেকে প্রার্থী তালিকায় রাখা হয়েছে।

আরও পড়ুনঃ বাজার দর সামলাতে ব্যর্থ শাসকদল, মমতার সুরেই সরকারকে কটাক্ষ শুভেন্দুর

আগামী অগস্ট মাসে পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার ছ’টি আসন খালি হচ্ছে। এছাড়া লুইজিনহো ফেলেইরোর ছেড়ে দেওয়া আসনে উপনির্বাচন হতে চলেছে। জুলাই ও অগস্ট মাসেই রাজ্যসভায় একাধিক পদ ফাঁকা হচ্ছে। গুজরাট, গোয়া ও পশ্চিমবঙ্গ মিলিয়ে মোট ১০টি আসন ফাঁকা হবে। এর মধ্যে পশ্চিমবঙ্গ থেকেই সবথেকে বেশি সংখ্যক আসন ফাঁকা হচ্ছে রাজ্যসভায়। এই আসনগুলিতেই আগামী ২৪ জুলাই নির্বাচন হতে চলেছে।সোমবার মোট ৬ জনের নাম টুইটে জানাল তৃণমূল। আগামী ২৪ জুলাই রাজ্যসভা নির্বাচন।

সাধারণ রাজ্যসভা নির্বাচনে তৃণমূলের পাঁচটি আসনে জয় নিশ্চিত।এবার শান্তা ছেত্রী এবং সুস্মিতা দেবকে বাদ দিয়েছে তৃণমূল কংগ্রেস। তাঁদের জায়গায় সমিরুল ইসলাম এবং প্রকাশ বড়াইককে টিকিট দিয়েছে দল।পাশাপাশি, তৃণমূলের জাতীয় মুখপাত্র এবং আরটিআই কর্মী সাকেত গোখলেকেও রাখা হয়েছে প্রার্থী তালিকায়।

আরও পড়ুনঃ ইডি দফতরে হাজিরা দিচ্ছেন না সায়নী ঘোষ

English Summary: Trinomool released the list of candidates Shanta and Sushmita , new surprise!
Published on: 10 July 2023, 12:25 IST