পশ্চিমবঙ্গের ছোট শিল্প: হ্যান্ডলুম থেকে টেরাকোটা রোজ বদলাচ্ছে আকাশের মেজাজ: দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট (Weather Update of Bengal) ক্যাপসিকাম চাষে ফলন ভালো, লাভ নেই! সরকারি সাহায্যের অভাবে ক্ষোভে চাষিরা
Updated on: 16 April, 2018 12:54 AM IST

ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে ব্যাকটেরিয়া

ডেঙ্গুর মশা  (এডিস ইজিপ্টি) ও মশার লার্ভা দমনে ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস ইসরায়েলেন্সিস (BTI) নামের একটি ব্যাকটেরিয়া স্প্রে করছে  নিউটাউন  ডেভেলপমেন্ট অথরিটি (NKDA)। এই কাজের জন্য একটি এজেন্সিকে নিয়োগ করা হয়েছে।

বছর চার আগে বর্ধমান ইউনিভার্সিটির জুলজির প্রফেসর ডঃ গৌতম চন্দ্র এইভাবে মশা মারার তত্বটির কথা প্রকাশ  করেছিলেন। তিনি ও তার টিম জানিয়েছেন যে BTI একটি প্রাকৃতিক উপাদান হিসাবে কাজ করে যা মশার লার্ভাকে সংক্রমিত করে মেরে ফেলে। BTI শুধু মশার লার্ভা ও কালো মাছিকে সংক্রামিত করে কিন্তু অন্য কীট পতঙ্গদের, মাছ, পাখি, কেঁচো ইত্যাদির  কোন ক্ষতি করে না।   BTI , টেমোফস ও সিট্রোনেলা অয়েল একত্রে স্প্রে করলে অনেক ভালো ফল পাওয়া যায়। ১০ লিটার জলে ১০০ মিলি  BTI গুলে স্প্রে করলে মশার লার্ভানাশক হিসেবে কাজ করবে। এই ভাবে ২ মাস স্প্রে করলে তা  সর্বাধিক ফলপ্রসু হবে বলে জানা গেছে।  

English Summary: Use of Bacteria to kill Dengue mosquitoes
Published on: 16 April 2018, 12:54 IST