কৃষিজারন ডেস্কঃ ওডিশা ইউনিভার্সিটি অফ এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি ভুবনেশ্বরে 2 দিনের কিষাণ মেলার আয়োজন করছে, যা 27 থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।মেলার উদ্বোধন করেন OUAT উপাচার্য প্রভাত কুমার রাউল।মেলার প্রথম দিনেই কৃষকদের ভিড় দেখা গেছে।
English Summary: Vice-Chancellor Prabhat Kumar Raul inaugurated the two-day agricultural fair