রোজ বদলাচ্ছে আকাশের মেজাজ: দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট (Weather Update of Bengal) সরাসরি বাজারে নয়, FPO-র মাধ্যমে বেশি দাম পেতে কী করবেন? পশ্চিমবঙ্গের ছোট শিল্প: হ্যান্ডলুম থেকে টেরাকোটা
Updated on: 30 January, 2020 11:44 AM IST

আইএআরআই (IARI) ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র রিসার্চ ফেলো, রিসার্চ অ্যাসোসিয়েট ২-এর পদে, এমএসসি, এমফিল / পিএইচডি সম্পন্ন প্রার্থীদের নিয়োগের জন্য চাকরির বিজ্ঞপ্তি ঘোষণা করেছে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা ০১/০২/২০২০-তে ওয়াক-ইন-ইন্টারভিউতে অংশ নিতে পারবেন। প্রার্থীদের সংশ্লিষ্ট পদে আবেদনের আগে সরকারী বিজ্ঞপ্তি এবং নির্দেশাবলী অনুসরণ করার জন্যে পরামর্শ প্রদান করা হচ্ছে।

 

সংস্থা

IARI

পদ

ফিল্ড অ্যাসিস্ট্যান্ট

পদ সংখ্যা

০২

বেতন

১৫,০০০/- প্রতি মাস

কর্মক্ষেত্র

নয়াদিল্লী

ওয়াক-ইন-ডেট

০১/০২/২০২০

 

 

পদ

জুনিয়র রিসার্চ ফেলো

পদ সংখ্যা

০২

বেতন

২৫,০০০-২৮,০০০ প্রতি মাস

কর্মক্ষেত্র

নয়াদিল্লী

ওয়াক-ইন-ডেট

০১/০২/২০২০

যোগ্যতার বিবরণ:

১) প্ল্যান্ট ফিজিওলজি / বায়োটেকনোলজি / বায়োকেমিস্ট্রি / জেনেটিক্স এবং প্ল্যান্ট ব্রিডিং / এগ্রোনমি / লাইফ সায়েন্স / উদ্ভিদ বিজ্ঞান (ফিজিওলজি বিশেষায়িতকরণ) এ (প্রথম শ্রেণী) মাস্টার্স ডিগ্রী বা প্রাসঙ্গিক পেশাদার কোর্সে স্নাতকোত্তর ডিগ্রি।

২) হাইড্রোপনিক্স, ডেটা বিশ্লেষণ এবং ব্যাখ্যা, রিপোর্ট লেখার ক্ষেত্রে কাজ করার অভিজ্ঞতা ও  এমএস-অফিসে দক্ষতা আবশ্যক।

বয়স: সর্বোচ্চ ৩৫ বছর

System.NullReferenceException: Object reference not set to an instance of an object.
   at Umbraco.Web.PublishedContentExtensions.GetPropertyValue[T](IPublishedContent content, String alias)
   at ASP._Page_Views_Partials_grid_editors_media_cshtml.Execute() in f:\bengali.krishijagran.com\Views\Partials\Grid\Editors\Media.cshtml:line 42
   at System.Web.WebPages.WebPageBase.ExecutePageHierarchy()
   at System.Web.Mvc.WebViewPage.ExecutePageHierarchy()
   at System.Web.WebPages.WebPageBase.ExecutePageHierarchy(WebPageContext pageContext, TextWriter writer, WebPageRenderingBase startPage)
   at Umbraco.Core.Profiling.ProfilingView.Render(ViewContext viewContext, TextWriter writer)
   at System.Web.Mvc.Html.PartialExtensions.Partial(HtmlHelper htmlHelper, String partialViewName, Object model, ViewDataDictionary viewData)
   at ASP._Page_Views_Partials_grid_editors_base_cshtml.Execute() in f:\bengali.krishijagran.com\Views\Partials\Grid\Editors\Base.cshtml:line 20

পদ

রিসার্চ

পদ সংখ্যা

০১

বেতন

৪৯,০০০ প্রতি মাস

কর্মক্ষেত্র

নয়াদিল্লী

ওয়াক-ইন-ডেট

০১/০২/২০২০

 

 যোগ্যতার বিবরণ:

 ১) পিএইচডি  ডিগ্রী বা এমএসসি-র পরে ৩ বছর গবেষণায় অভিজ্ঞতা থাকতে হবে বায়োটেকনোলজি / প্ল্যান্ট ফিজিওলজি / উদ্ভিদবিজ্ঞানের (ফিজিওলজি বিশেষায়িতকরণ) যে কোনও ক্ষেত্রে।

২) রুট ইমেজিংয়ের মতো যন্ত্রাদি পরিচালনা, টিস্যু পুষ্টির বিশ্লেষণ;  তথ্য বিশ্লেষণ এবং ব্যাখ্যা, রিপোর্ট লেখা ইত্যাদিতে অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স: সর্বোচ্চ ৩২ বছর

ভারতীয় কৃষি গবেষণা ইনস্টিটিউট, নয়াদিল্লি।

বাছাই পদ্ধতি -

১) প্রার্থী বাছাই লিখিত পরীক্ষা / সাক্ষাত্কারের ভিত্তিতে করা হবে।

২) প্রার্থীদের বাধ্যতামূলকভাবে পূরণকৃত আবেদন ফর্মটির সাথে (সংযুক্ত বিন্যাস অনুসারে), সমস্ত মূল শংসাপত্র, জন্মের শংসাপত্র, নেট/সমমানের শংসাপত্র, ডিগ্রী শংসাপত্র মূল বা অস্থায়ী (একটি সেট) আনতে হবে। সমস্ত প্রয়োজনীয় শংসাপত্রের স্ব-সত্যায়িত ফটোকপি এবং আবেদনপত্রে প্রেরণ করা সাম্প্রতিক পাসপোর্ট আকারের ছবি এবং অভিজ্ঞতার প্রমাণ স্বরূপ সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে।

৩) ২০২০ সালের ১ লা ফেব্রুয়ারিতে একটি ওয়াক-ইন-ইন্টারভিউ হবে।

স্বপ্নম সেন (swapnam@krishijagran.c0m)

English Summary: Walk -in -Interview- IARI-Recruitment -2020 - Apply Now!!!
Published on: 30 January 2020, 11:44 IST