বাড়ির ছাদে জাফরান চাষ করুন, পুরো প্রক্রিয়া এবং যত্নের টিপস জেনে নিন! কেন খিরি জাতের ভেড়া পশুপালকদের প্রথম পছন্দ হয়ে উঠছে? বৈশিষ্ট্য জানুন গ্রীষ্মে ট্র্যাক্টর ইঞ্জিনকে অতিরিক্ত গরম থেকে রক্ষা করার ৫ টি কার্যকর উপায়!
Updated on: 24 December, 2020 12:36 PM IST
Intelligence Bureau Job Recruitment, 2020 (Image Credit - Google)

Assistant Central Intelligence Officer (ACIO) পদ এর চাকরির এক সুবর্ণ সুযোগ | যদি আপনি আগ্রহী হন তাহলে Intelligence Bureau MHA তে নিয়োগ সংক্রান্ত নিচে দেওয়া বিস্তারিত তথ্যটি যত্ন সহকারে পড়ুন | 

আবেদনের সময়সীমা -  

১৯/১২/২০২০ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, আগামী বছরের ৯ ই জানুয়ারি পর্যন্ত আবেদন পত্র গ্রহণ করা হবে।  

আবেদনের পদ্ধতি (Application Procedure) -

অনলাইন

নিয়োগকারী সংস্থা (Recruiter Organization) -

Intelligence Bureau MHA

পদের নাম - অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইনটেলিজেন্স অফিসার (ACIO)

কর্মস্থল - অল ওভার ইন্ডিয়া  

পদ সংখ্যা সর্বমোট - ২০০০

বেতন - লেভেল ৭ (৪৪,৯০০ - ১,৪২,৪০০)

ক্যাটাগরি ওয়াইস MHA IB ACIO Vacancy Details

UR ৯৮৯

EWS ১১৩

OBC ৪১৭

SC ৩৬০

ST ১২১

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) -

আবেদনকারীকে স্নাতক হতে হবে ও সাথে কম্পিউটার-এ সাধারণ জ্ঞান থাকা আবশ্যিক|

বয়সসীমা (Age Limit)  

০৯/০১/২০২১ –এর ভিত্তিতে প্রার্থীর বয়সসীমা হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে |

ন্যাশনালিটি –

আবেদনকারীকে অবশ্যই ভারতীয় হতে হবে।

আবেদন মূল্য (Application Fees) -

জেনারেল/ওবিসি প্রার্থীদের জন্য ১০০ টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে। প্রার্থীদের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং বা ই চালানের মাধ্যমে পরীক্ষার ফি দিতে হবে। এসসি/এসটি প্রার্থীদের ক্ষেত্রে আবেদন বাবদ কোন ফি নেই।

নির্বাচনের পদ্ধতি -

আবেদন পত্র যাচাইয়ের পরে, সমস্ত যোগ্য প্রার্থীদের ইন্টারভিউ-এর মাধ্যমে নির্বাচন করা হবে।

কিভাবে আবেদন করবেন (How to Apply) ?

উপযুক্ত ও যোগ্য প্রাথীরা অফিসিয়াল ওয়েবসাইট https://www.mha.gov.in/ এর মাধ্যমে আবেদন করতে পারেন ।

আরও পড়ুন - রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে শিক্ষক পদে নিয়োগ, আবেদন করুন এই পদ্ধতিতে (Teacher job)

English Summary: Want to work in the Intelligence Bureau? See the application procedure
Published on: 24 December 2020, 12:35 IST