Assistant Central Intelligence Officer (ACIO) পদ এর চাকরির এক সুবর্ণ সুযোগ | যদি আপনি আগ্রহী হন তাহলে Intelligence Bureau MHA তে নিয়োগ সংক্রান্ত নিচে দেওয়া বিস্তারিত তথ্যটি যত্ন সহকারে পড়ুন |
আবেদনের সময়সীমা -
১৯/১২/২০২০ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, আগামী বছরের ৯ ই জানুয়ারি পর্যন্ত আবেদন পত্র গ্রহণ করা হবে।
আবেদনের পদ্ধতি (Application Procedure) -
অনলাইন
নিয়োগকারী সংস্থা (Recruiter Organization) -
Intelligence Bureau MHA
পদের নাম - অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইনটেলিজেন্স অফিসার (ACIO)
কর্মস্থল - অল ওভার ইন্ডিয়া
পদ সংখ্যা সর্বমোট - ২০০০
বেতন - লেভেল ৭ (৪৪,৯০০ - ১,৪২,৪০০)
ক্যাটাগরি ওয়াইস MHA IB ACIO Vacancy Details
UR ৯৮৯
EWS ১১৩
OBC ৪১৭
SC ৩৬০
ST ১২১
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) -
আবেদনকারীকে স্নাতক হতে হবে ও সাথে কম্পিউটার-এ সাধারণ জ্ঞান থাকা আবশ্যিক|
বয়সসীমা (Age Limit)
০৯/০১/২০২১ –এর ভিত্তিতে প্রার্থীর বয়সসীমা হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে |
ন্যাশনালিটি –
আবেদনকারীকে অবশ্যই ভারতীয় হতে হবে।
আবেদন মূল্য (Application Fees) -
জেনারেল/ওবিসি প্রার্থীদের জন্য ১০০ টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে। প্রার্থীদের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং বা ই চালানের মাধ্যমে পরীক্ষার ফি দিতে হবে। এসসি/এসটি প্রার্থীদের ক্ষেত্রে আবেদন বাবদ কোন ফি নেই।
নির্বাচনের পদ্ধতি -
আবেদন পত্র যাচাইয়ের পরে, সমস্ত যোগ্য প্রার্থীদের ইন্টারভিউ-এর মাধ্যমে নির্বাচন করা হবে।
কিভাবে আবেদন করবেন (How to Apply) ?
উপযুক্ত ও যোগ্য প্রাথীরা অফিসিয়াল ওয়েবসাইট https://www.mha.gov.in/ এর মাধ্যমে আবেদন করতে পারেন ।
আরও পড়ুন - রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে শিক্ষক পদে নিয়োগ, আবেদন করুন এই পদ্ধতিতে (Teacher job)