'MFOI, VVIF কিষাণ ভারত যাত্রা' গুজরাটের বিভিন্ন গ্রামে পৌঁছে কৃষকদের সম্মানিত করেছে Weather Update: ঝেঁপে নামবে বৃষ্টি! শনিবার থেকেই আবহাওয়ার আমূল পরিবর্তনের পূর্বাভাস হাওয়া অফিসের “ট্র্যাক্টর কে খিলাড়ি” কৃষকদের 51 হাজার টাকা পর্যন্ত পুরস্কার
Updated on: 2 May, 2019 2:18 PM IST

পশ্চিমবঙ্গের কৃষিদপ্তর থেকে বিজ্ঞপ্তী জারি করা হয়েছে যে আগামী ৩ রা মে ২০১৯ শুক্রবার মধ্যরাতে ‘ফনি’ নামের একটি  সাইক্লোন ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত হানতে পারে এবং পরবর্তী ২ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় ও বৃষ্টি চলতে পারে। এই ঝড়টি ক্যাটেগরি-৫ হারিকেন  যার গতিবেগ ২০০ কিলোমিটার/ঘন্টা।

প্রসঙ্গত উল্লেখ্য কিছুদিন আগেই পাঞ্জাবে ও উত্তরভারতের বিভিন্ন অংশে প্রচন্ড ধূলোর ঝড় ও পরে বৃষ্টিতে প্রচুর পাকাগম নষ্ট হয়েছে যার ফলে সেখানকার গম চাষীদের অপূরনীয় ক্ষতি হয়েছে। তাই পশ্চিমবঙ্গের কৃষকদেরকে আসন্ন সাইক্লোনের বার্তা দিয়ে সতর্ক করে দেওয়া হচ্ছে যাতে তারা উপযুক্ত ব্যবস্থা নেওয়ার সময় পান।

পশ্চিমবঙ্গের কৃষিদপ্তর থেকে বিজ্ঞপ্তী জারি করা হয়েছে যে আগামী ৩ রা মে ২০১৯ শুক্রবার মধ্যরাতে ‘ফানি’ নামের একটি  সাইক্লোন ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত হানতে পারে এবং পরবর্তী ২ দিন দক্ষিনবঙ্গের জেলাগুলিতে ঝড় ও বৃষ্টি চলতে পারে। এই ঝড়টি ক্যাটেগোরি-৫ হারিকেন  যার গতিবেগ ২০০ কিলোমিটার/ঘন্টা।

প্রসঙ্গত উল্লেখ্য কিছুদিন আগেই পাঞ্জাবে ও উত্তরভারতের বিভিন্ন অংশে প্রচন্ড ধূলোর ঝড় ও পরে বৃষ্টিতে প্রচুর পাকাগম নষ্ট হয়েছে যার ফলে সেখানকার গম চাষীদের অপূরনীয় ক্ষতি হয়েছে। তাই পশ্চিমবঙ্গের কৃষকদেরকে আসন্ন সাইক্লোনের বার্তা দিয়ে সতর্ক করে দেওয়া হচ্ছে যাতে তারা উপযুক্ত ব্যবস্থা নেওয়ার সময় পান।

এই অবস্থায় ফসল রক্ষার জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে  –

(১) বোরো ধান –

  1. ৮০% দানা পেকে গেলে ধান কেটে নিন।
  2. কাটা ধান জমিতে ফেলে না রেখে যত তাড়াতাড়ি সম্ভব খামারে তুলে দিন
  • ধান কাটার কাজ দ্রুত সম্পন্ন করতে কম্বাইন্ড হারভেস্টর মেশিনের সাহায্য নিতে পারেন যা বিভিন্ন এ ডি ও অফিস বা ফার্মার্স ক্লাবগুলি থেকে পাওয়া যেতে পারে।

(২) সবজি এবং পান –

  1. লতানো সবজির মাথা এবং পানের বরজের চারিদিকে খুঁটি পুঁতে শক্ত করে বেঁধে দিন যাতে ঝড়ে পড়ে না যায়।
  2. ৮০% পরিণত সবজি ও ফল তুলে ফেললে ঝড়ে আর্থিক ক্ষতি কমানো যায়।

রুনা নাথ(runa@krishijagran.com)

English Summary: warning-for-cyclone
Published on: 30 April 2019, 10:54 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)