Weather Update: ঝেঁপে নামবে বৃষ্টি! শনিবার থেকেই আবহাওয়ার আমূল পরিবর্তনের পূর্বাভাস হাওয়া অফিসের “ট্র্যাক্টর কে খিলাড়ি” কৃষকদের 51 হাজার টাকা পর্যন্ত পুরস্কার “মিলিওনেয়ার ফার্মার অফ ইন্ডিয়া অ্যাওয়ার্ডস 2024” এবার জুরির সভাপতিত্বে নীতি আয়োগের সদস্য অধ্যাপক রমেশ চাঁদ
Updated on: 12 November, 2018 2:12 PM IST

দুর্গাপুজোর আগে জেলায় জেলায় তিতলির প্রভাবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে। এর আগে দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় আমনে সেচের প্রয়োজন ছিল। চাষিরা আশায় ছিলেন, নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হলে আমন ধানে বেশ কিছুটা সুবিধে হবে। কিন্তু তা আর হয়ে ওঠেনি। ধান ফলানো পর্যন্ত আরও বৃষ্টির প্রয়োজন। চড়া দরে কেরোসিন কিনে চাষিরা পাম্পসেট দিয়ে আমনে সেচের কাজ চালিয়ে যাচ্ছেন। তবে সর্বত্র সেচের সুযোগ নেই। নদীনালা খালে জলও নেই বললে চলে। এতে বিপত্তিতে পড়েছেন চাষিরা। বাড়ছে চাষের খরচও।

এই মুহূর্তে আমন চাষের পরিস্থিতি কী রকম। মাঠ ঘুরে দেখা গেল কিছু আমন ফলিয়েছে। বেশিরভাগ আমন ফলাবার মুখে। এবারে আমন চাষ হয়েছে নাবি করে। শ্রাবণের শেষ ও ভাদ্র মাসের প্রথম সপ্তাহেও রোয়ার কাজ হয়েছিল। এসব নাবি আমন ফলাতে সময় লাগবে। যেসব জায়গায় সেচ দিয়ে জ্যাঠো করে আবাদ সম্ভব হয়েছিল, সেখানে আমন ফলাতে শুরু করেছে । আমন মূলত বৃষ্টিনির্ভর। সেচের অভাবে বহু ধান পুরুষ্ট হবে না।

এখন আমনে অধিক ফলনশীল জাতের ধান চাষ হচ্ছে। গাছের গোড়ায় জলের অভাব দেখা দিলে ফলনের ক্ষতি হবে। এমনিতে এখন ধানের বাজার দর বেশ চড়া। সুতরাং এবারে আমনের ফলন নিয়ে দুশ্চিন্তা রয়েছে সব মহলেই। ফলাবার মুখে বৃষ্টি বা সেচের জলের জোগান কম হলে ধান চিটে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এ রাজ্যে আমন এখনও বেশিটাই বৃষ্টিনির্ভর। তবুও যেখানে সেচের ব্যবস্থা আছে, সেখানে জলের ঘাটতিতে সেচ প্রকল্প চালাতে হতে পারে। তবে ফলানো পর্যন্ত মঝে মাঝে একটা করে বৃষ্টি হলেই মঙ্গল। কারণ এবারে বর্ষার শেষ দিকে ভালো বৃষ্টি হয়নি। সে কারণে জলস্তরের অবস্থাও ততটা ভালো নয়। ভূগর্ভের এই জল আমনে সেচের জন্য তুলতে গেলে বিপদ হবে। টান ধরবে জলস্তরে। তখন পরের ফসলে সেচের সংকট দেখা দেবে। আমনের পরেই শুরু হবে রবি চাষ। সেখানেও সেচের জল প্রয়োজন।

এবারে আমন চাষের শুরুতে ঘোর অনিশ্চয়তা দেখা দিয়েছিল বর্ষা নিয়ে। শ্রাবণ মাসের শেষ দিকে পরপর নিম্নচাপের বৃষ্টিতে আমন রোয়া শুরু হলেও জলের ঘাটতির তকমা থেকে গিয়েছে। আমনকে এখনও অনেকটা পথ যেতে হবে। ততদিনে একটা বৃষ্টির প্রয়োজন।

- Sushmita Kundu

English Summary: Water crisis (1)
Published on: 29 October 2018, 03:32 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)