পশ্চিমবঙ্গের ছোট শিল্প: হ্যান্ডলুম থেকে টেরাকোটা রোজ বদলাচ্ছে আকাশের মেজাজ: দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট (Weather Update of Bengal) ক্যাপসিকাম চাষে ফলন ভালো, লাভ নেই! সরকারি সাহায্যের অভাবে ক্ষোভে চাষিরা
Updated on: 12 July, 2018 3:47 AM IST

ভারতের বিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন, আগামী ১০ বছরে সারাদেশে জলসঙ্কট তৈরি হবে। সর্বস্তরে ব্যবহারের জলের সঙ্গে পানীয় জলের জন্য হবে হাহাকারের পরিস্থিতি। সম্প্রতি ‘দ্য টাইমস্ অফ ইন্ডিয়ায়’ প্রকাশিত বিজ্ঞানীদের রিপোর্ট অনুযায়ী, ২০৩০ সালে ভারতের মাত্র অর্ধেক জনসংখ্যার জন্য প্রয়োজনীয় জল থাকবে। ‘ওয়াটার ফুটপ্রিন্টস অর্গানাইজেশন’ দেখেছে, বর্তমানে কৃষিতে ৮৮ শতাংশ জল ব্যবহার হলেও ২০২৫ ও ২০৫০ সালে যথাক্রমে ৫৪ ও ৮৫ শতাংশ সারা দেশের জল শিল্প ও গৃহস্থালী ক্ষেত্রই শুষে নেবে। আর তাই, এখন থেকেই শিল্পগুলিকে তার প্রস্তুতি শুরু করার পরামর্শ বিজ্ঞানীদের।

তথ্যে প্রকাশ -

  • ১০০ গ্রাম সোয়াবিন উৎপাদনে জল লাগে ২৭৫ লিটার,
  • ১০০ গ্রাম গমে ১৮৩ লিটার আবার,
  • ১০০ গ্রাম চালে ১৪০ লিটার সেখানে
  • ১০০ গ্রাম চকোলেটের পিছনে জলের খরচ ১৭২০ লিটার আর
  • ২৫০ গ্রামের একটি সূতির টিশার্টে ২৪৯৫ লিটার।

এসব চমকে দেওয়া গবেষণার মধ্যেই অবশ্য বেশকিছু খাদ্য ও গাড়ি সংস্থা নিজেদের জল সংরক্ষণ ও পূনর্ব্যবহারের পদ্ধতি শুরু করে দিয়েছে। তবে আগামীতে কৃষির জন্য জল কি থাকবে ? তা সময়ই বলবে।    

- রুনা নাথ

English Summary: Water crisis
Published on: 12 July 2018, 03:47 IST