দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে প্রকাশ্যে এল মাধ্যমিক পরীক্ষার্থীদের ফল প্রকাশের দিনক্ষন। টুইট করে সকলকে সুখবর দিলেন খোদ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
আজ দুপুরে টুইট করেন শিক্ষামন্ত্রী। তিনি লেখেন, আগামি ১৯ই মে ২০২৩ সকাল ১০ টায় মাধ্যমিকের ফল প্রকাশ হবে। ১২ টার পর থেকে সকলে ওয়েবসাইটে গিয়ে ফলাফল দেখতে পাবে পরীক্ষার্থীরা। বহুদিন ধরে অপেক্ষায় ছিল পরীক্ষার্থী এবং তাঁদের অভিভাবকেরা।
এই বছর মাধ্যমিক পরীক্ষার্থীদের সংখ্যা ৬ লক্ষ ৯৮ হাজার ৬২৮। আগের বছরের তুলনায় এবছর অনেকাংশে কমেছে ছাত্রছাত্রীর সংখ্যা। এছাড়াও পরীক্ষার ৩টে পেপার নিয়ে বহু সমালোচনা হয়। তবে সবকিছু মিটিয়ে অবশেষে প্রকাশিত হতে চলেছে মাধ্যমিক পরীক্ষার ফল।
আরও পড়ুনঃ শরীরে নেই কাঁটা, দাঁত বেরিয়ে! সমুদ্রতটে দেখা মিলল ডাইনোসর যুগের বিরল মাছের
প্রসঙ্গত, রবীন্দ্রজয়ন্তি অনুষ্ঠানের দিনই কবে মাধ্যমিকের ফল প্রকাশ হবে সেই নিয়ে ইঙ্গিত দিয়েছিলেন শিক্ষামন্ত্রী। সেদিন বলেছিলেন আগামী ১০ দিনের মধ্যেই প্রকাশিত হবে মাধ্যমিকের রেজাল্ট। উল্লেখ্য এবছর মাধ্যমিক পরীক্ষা নিয়ে মধ্যশিক্ষা পর্ষদ বিশেষ ব্যবস্থা নিয়েছিল। প্রত্যেকটি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা এবং বিশেষ অ্যাপ দ্বারা নজর রাখা হচ্ছিল।
আরও পড়ুনঃ ইন্টারনেট ডিজঅর্ডার কি? এর প্রতিরোধ ও নিরাময়