এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 28 June, 2021 10:31 AM IST
North Bengal (image credit- Google)

সপ্তাহ শুরুতে, অর্থাৎ আজ থেকে উত্তরবঙ্গে (North Bengal) প্রবল আবহাওয়া খারাপ থাকবে |  সোমবারও শহর কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আবহাওয়া দপ্তর | একই পূর্বাভাস দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার জন্য। সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস।

বাতাসের জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ থাকতে পারে ৯৪ শতাংশ। বজ্রপাতের আশঙ্কাও থাকছে বিভিন্ন জেলায়।

দক্ষিণবঙ্গের এর অবস্থা হলেও ভয়াবহ অবস্থা হতে পারে উত্তরবঙ্গে | প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে | এমনকি কিছু কিছু পাহাড়ি এলাকায় ধসও নামতে পারে। শুধু তাই নয়, নদীর জলস্তর বেড়ে প্লাবনের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না আবহাওয়াবিদরা |

আবহাওয়া দফতরের (weather office) পূর্বাভাস অনুযায়ী, প্রথম ইনিংস শেষে এবার সেকেন্ড ইনিংসের দিকে পা বাড়াচ্ছে বর্ষা (Monsoon)। বর্ষার প্রথম ইনিংসে টানা বৃষ্টিতে ভিজেছে গোটা বাংলা, জলমগ্ন হয়ে পড়েছিল বহু এলাকা। এছাড়াও, উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি হয়েছিল | শুধু তাই নয়, দক্ষিণবঙ্গে শহর কলকাতায় টানা ৩ দিন বৃষ্টিপাতে ভিজেছিলো |

আরও পড়ুন - Block Group-C Recruitment: কর্মী নিয়োগ চলছে বিডিও কর্মী অফিসে

মৌসুমী বায়ুর সঙ্গে ছিলও নিম্নচাপের প্রভাবও। তবে হাওয়া অফিস জানাচ্ছে, দ্বিতীয় ইনিংসে বর্ষার বেশিরভাগ প্রভাবই পড়বে উত্তরবঙ্গে |

কোথায় কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা?

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস (Weather Forecast) থাকায়, পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কাও করছেন আবহাওয়াবিদরা। তাঁদের মতে, বাড়তে পারে নদীর জলস্তরও। যার ফলে আবারও একটি প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা রয়েছে বাংলায়। জলস্তর বেড়ে বন্যা কবলিত হতে পারে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকা।

সোমবার উত্তরের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে মঙ্গলবার থেকে আবারও বৃষ্টি বৃদ্ধি পেতে পারে বলেও জানা গিয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গেও দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর আগে ধস নেমে বা বজ্র বিদ্যুতে বহু মানুষ প্রাণ হারিয়েছেন | তাই, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সেখানকার মানুষদের সাবধানে থাকা বাঞ্চনীয় |বর্ষার প্রথম ইনিংসে যেমন দক্ষিণবঙ্গ ভিজেছিলো, তবে এই ইনিংসে বেশিরভাগ প্রভাব পড়বে উত্তরবঙ্গে |ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টিতে ভাসবে উত্তরবঙ্গ, এমনকি তা বন্যার আকার নিতে পারে |

নিবন্ধ: রায়না ঘোষ

আরও পড়ুন - Railway Ticket Seller Recruitment: ভারতীয় রেলে নিয়োগ চলছে টিকিট সেলার পদে

English Summary: Weather Update: Bad weather in North Bengal, find out the situation in South Bengal
Published on: 28 June 2021, 10:31 IST