'রাক্ষুসে মাছ'-বিপদ কোথায়? 'MFOI, VVIF কিষাণ ভারত যাত্রা' গুজরাটের বিভিন্ন গ্রামে পৌঁছে কৃষকদের সম্মানিত করেছে কাঁচা আম খেলে হিট স্ট্রোক প্রতিরোধ হবে এবং এই সমস্যাগুলো দূর হবে!
Updated on: 27 May, 2019 10:40 AM IST

আজ (২৭/০৫/১৯) এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হল । সকাল ১০ টায় রবীন্দ্র মিলন মঞ্চে সাংবাদিক সম্মেলন করে ফল প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস। এ বছর ৮ লক্ষেরও বেশি পরিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন। যা গত বছরের থেকে প্রায় ৯ হাজার বেশি।

এ বছর উচ্চ মাধ্যমিক শুরু হয়েছিল ২৬ ফেব্রুয়ারি ও শেষ হয় ১৩ মার্চ। পরীক্ষার ৭৪ দিনের মাথায় আজ সংসদ প্রকাশ করল ফল। বেলা ১o.৩০ থেকে রাজ্যের বিভিন্ন ক্যাম্প অফিস থেকে মার্কশিট ও শংসাপত্র স্কুল কর্তৃপক্ষদের হাতে তুলে দেওয়া হবে।বেলা ১১ টার পর ফল জানা যাবে নানা ওয়েবসাইট, অ্যাপ ও এসএমএসের মাধ্যমে।

পরীক্ষার ফলাফল জানতে চোখ রাখুন সংসদের নিজস্ব সাইট  wbchse.nic.inwbresults.nic.in । 

 www.examresults.net ওয়েবসাইটেও জানা যাবে ফল।

এ ছাড়া এসএমএসের মাধ্যমেও ফলাফল জানা যাবে। এস এম এসে ফল জানতে টাইপ করুন <রোল নম্বর> পাঠিয়ে দিতে হবে 54242/ 56263/58888 নম্বরে।

উচ্চমাধ্যমিকের ফল

  • যুগ্মপ্রথম-শোভন মন্ডল ও রাজর্ষি বর্মণ   ৪৯৮
  • সংযুক্তা বসু দ্বিতীয় ৪৯৬
  • প্রথম ১০ জনে রয়েছেল ১৩৭ জন।
  • ৯০ শতাংশের বেশি পেয়েছেন ৭হাজার ৮১৮ জন
  • মেয়েদের পাশের হার ৮৫.৩%
  • মোট পাশের হার ৮৬.২৯ %
  • স্কুটিনির আবেদন করা যাবে অনলাইনে, আজ রাত থেকেই

 

তথ্য : আনন্দ বাজার পত্রিকা

রুনা নাথ(runa@krishijagran.com)

 

English Summary: West-Bengal +12-board-exam-result-released
Published on: 27 May 2019, 10:40 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)