Weather Update: ঝেঁপে নামবে বৃষ্টি! শনিবার থেকেই আবহাওয়ার আমূল পরিবর্তনের পূর্বাভাস হাওয়া অফিসের “ট্র্যাক্টর কে খিলাড়ি” কৃষকদের 51 হাজার টাকা পর্যন্ত পুরস্কার “মিলিওনেয়ার ফার্মার অফ ইন্ডিয়া অ্যাওয়ার্ডস 2024” এবার জুরির সভাপতিত্বে নীতি আয়োগের সদস্য অধ্যাপক রমেশ চাঁদ
Updated on: 8 March, 2024 6:29 PM IST

“মহিলাদের সম্পূর্ণ অন্তর্ভুক্তি ছাড়া গনতন্ত্র অসম্পূর্ণ” -এই প্রতিপাদ্যে নির্বাচন কমিশনের নির্দেশে নন্দীগ্রাম-১ ব্লকে  ৮ই মার্চ ২০২৪ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা সহ সভার আয়োজন করা হয়।  সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্লকের ইভিএম –অফিসার ইন চার্চ তথা মৎস্য আধিকারিক সুমন কুমার সাহু।

সিস্টেমেটিক ভোটারস এডুকেশান ও এলেক্টোরাল পার্টিসিপেশান ( এস ভি ই ই পি) অর্থাৎ পদ্ধতিগত ভোটারদের শিক্ষা এবং নির্বাচনী অংশগ্রহণ (SVEEP) প্রোগ্রামের অঙ্গ হিসেবে এই দিন “চুনাবি পাঠশালা” ও মেয়েদের জন্য আদর্শ ভোট গ্রহন কেন্দ্রের বিষয়ে অংকন প্রতিযোগীতা হয়।

আরও পড়ুনঃ জানেন মহিলাদের জন্য রয়েছে ৭টি দুর্দান্ত প্রকল্প, আপনিও এর সুবিধা নিতে পারেন

ব্লকে এলাকার নারীদের সফলতা ও কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ আকন্দবাড়ী গ্রামের বাষট্টি বছর বয়সী সফল রঙিন মাছ চাষে তাক লাগানো মনোরমা পানী, আধুনিক বাক্সে কাঁকড়া চাষে  অনন্য নজিরকারি কেন্দেমারী গ্রামের অতসী মাইতি ও সাউদখালি গ্রামের মান্টি বেরাকে সম্মানা পুরস্কার তুলে দেন নন্দীগ্রাম -১ ব্লকের বিডিও সৌমেন বনিক। এছাড়াও উপস্থিত প্রত্যেক নারীকে “আন্তর্জাতিক নারী দিবস” লেখা কলম ও ব্যাচ প্রদান করে সম্বর্ধনা দেওয়া হয়। অংকন প্রতিযোগিতায় সেরা মেয়েদের হাতেও মোমেন্টো তুলে দেন বিডিও সাহেব ।  

আরও পড়ুনঃ International Women's Day 2024 : ভারতের ৫ জন প্রভাবশালী মহিলা কৃষক, যাদের আয় জানলে আপনি চমকে যাবেন

এদিনের অনুষ্ঠানে বক্তারা থিম “মহিলাদের সম্পূর্ণ অন্তর্ভুক্তি ছাড়া গনতন্ত্র অসম্পূর্ণ” নিয়ে আলোচনা করেন। পাশাপাশি, নারীদের কৃতিত্ব উদযাপন, লিঙ্গ বৈষম্য সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং লিঙ্গ সমতা বজায় রাখার বিভিন্ন পদক্ষেপ নিয়ে উৎসাহ দেন তাঁদের বক্তব্যের মাধ্যমে।

English Summary: Women's Day was celebrated in Nandigram in Sambar, the success of women in fisheries was presented in the selection school and the work was recognized.
Published on: 08 March 2024, 06:29 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)