রোজ বদলাচ্ছে আকাশের মেজাজ: দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট (Weather Update of Bengal) সরাসরি বাজারে নয়, FPO-র মাধ্যমে বেশি দাম পেতে কী করবেন? পশ্চিমবঙ্গের ছোট শিল্প: হ্যান্ডলুম থেকে টেরাকোটা
Updated on: 5 December, 2018 4:12 PM IST
গাইঘাটা ব্লক

সারা রাজ্য জুড়ে বিশ্ব মৃত্তিকা স্বাস্থ্য দিবস (WORLD SOIL HEALTH DAY) উদজাপন হচ্ছে। প্রতিটি ব্লকে কৃষি দপ্তরের আধিকারিকরা যেমন নানা অনুষ্ঠানের মাধ্যমে মাটির স্বাস্থ্যের কথা চাষিদের কাছে তুলে ধরছেন তেমনই এক বর্ণাঢ্য অনুষ্ঠানে নরেন্দ্রপপুর কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে দক্ষিণ 24 পরগণার কেন্দ্রীয় মাটি পরীক্ষা প্রকল্পটির সভা হয়ে গেল। এখানে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি প্রতিমন্ত্রী, কৃষি দপ্তরের যুগ্ম সচিব, কৃষি অধিকর্তা ও অন্যান্য আধিকারিকবৃন্দ। প্রকল্পটির প্রধান ড. আদক অনুষ্ঠানে সঞ্চালনা করেন।

এদিকে রাজ্যের নানা ব্লকগুলির মত দক্ষিণ 24 পরগণা জেলার গাইঘাটা ব্লকে বিশ্ব মৃত্তিকা স্বাস্থ্য দিবস উদজাপনে অনুষ্ঠান হয় সহ কৃষি অধিকর্তা জনাব তারিকুল ইসলামের অফিসে।

- রুনা নাথ

English Summary: World soil day in Gaighata
Published on: 05 December 2018, 04:12 IST