বিশ্বে পানীয় জলের পরিমাণ কমছে, পানীয় জলের আকাল আজ বিশ্ব জুড়ে, স্বচ্ছ জলের পরিমাণ কমছে। স্বচ্ছ ও পানীয় জলের দীর্ঘ স্থায়ী ব্যাবস্থা ও সংস্থান এর জন্য জনসচেতনতা বাড়াতে ইউনাইটেড নেশনস ১৯৯৩ সাল থেকে ২২ শে মার্চ প্রতি বছর আন্তর্জাতিক জল দিবস পালন করে আসছে। বিশ্ব জুড়ে স্বচ্ছ জল, অনাময় ব্যাবস্থা, স্বাস্থ সম্মত ভাবে শৌচালয় ব্যাবহার, ইত্যাদি বিষয় এর ওপর বিভিন্ন সেমিনার আয়োজন করা হয়, জলদূষণ প্রতিরোধ ও পরিবেশের রক্ষণাবেক্ষণ এই দিনটি তে পালিত অনুষ্ঠান গুলির মূল উপজীব্য।
সোশাল মিডিয়ায় আজ হয়ত অনেকে পোস্ট করবেন জল দিবস নিয়ে, কিন্তু পানীয় জলের অপচয় যদি বন্ধ করা যায় আজ থেকে তবেই জল দিবস সফল ভাবে পালিত হবে।
তন্ময় কর্মকার।