Weather Update: ঝেঁপে নামবে বৃষ্টি! শনিবার থেকেই আবহাওয়ার আমূল পরিবর্তনের পূর্বাভাস হাওয়া অফিসের “ট্র্যাক্টর কে খিলাড়ি” কৃষকদের 51 হাজার টাকা পর্যন্ত পুরস্কার “মিলিওনেয়ার ফার্মার অফ ইন্ডিয়া অ্যাওয়ার্ডস 2024” এবার জুরির সভাপতিত্বে নীতি আয়োগের সদস্য অধ্যাপক রমেশ চাঁদ
Updated on: 19 April, 2024 11:59 AM IST

আজ বাংলার তিন কেন্দ্রে চলছে ভোটগ্রহন। ভোটের আবহাওয়াকে আরও বেশি গরম করে তুলবে আবহাওয়া দফতরের পূর্বাভাস।কারন আগামী কয়েক দিনে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যাবে বলে পূর্বাভাস রয়েছে আবহাওয়া দফতরের।

পূর্বাভাস অনুযায়ী, আগামী তিনদিনে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা জায়গায় জায়গায় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর। এর জেরে বিভিন্ন জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে  থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে।

আরও পড়ুনঃ দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি, কেন্দ্রীয় আবহাওয়া দফতরের পূর্বাভাসে স্বস্তি কৃষকদের

আজ অর্থাৎ শুক্রবার কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই তিন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা। এই তিন জেলার কয়েক জায়গায় প্রতিঘণ্টায় ৩০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আগামী ৪৮ ঘণ্টায় দার্জিলিং, কালিম্পংয়েও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝড়ের সর্তকতা। শনিবার ও রবিবার বৃষ্টির সম্ভাবনা থাকলেও ঝড় হবে না বলেই খবর।

আরও পড়ুনঃ অসনি সংকেত!আগামী কয়েকদিন হুহু করে বাড়বে তাপমাত্রা

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতিও ক্রমশ বাড়বে। শুক্রবার থেকে রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে। ইতিমধ্যেই আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, প্রয়োজন ছাড়া সকাল ১১ টা থেকে বিকেল চারটে পর্যন্ত রোদে না যেতে।

English Summary: Finally a sigh of relief, heavy rain is forecast in three districts
Published on: 19 April 2024, 11:59 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)