তীব্র গরমে প্রাণ ওষ্ঠাগত বঙ্গবাসির। চাতক পাখির মত বৃষ্টির জন্য চেয়ে বসে আছে পশ্চিমবঙ্গের (West Bengal) জনগণ। আষাঢ় মাস হলেও বৃষ্টির (Weather Update) লেস মাত্র নেই বাংলার আকাশে। তবে এবার স্বস্তির নিশ্বাস। আজ সকাল থেকেই বৃষ্টির দর্শন পেয়েছে বঙ্গবাসি। তবে এবার টানা চলবে বৃষ্টির স্পেল। আজ থেকেই শুরু হবে কালো মেঘের ঘনঘটা। এমনটাই জানাচ্ছে আবহাওয়া অফিস। দক্ষিণবঙ্গের উপকূল ও পূর্ব দিকে ক্রমশ বাড়বে বৃষ্টির দাপট। আগামী ৬ দিন গোটা দক্ষিনবঙ্গে (South Bengal) হবে ব্রজবিদ্যুত সহ বৃষ্টিপাত, এমনটাই জানাচ্ছে IMD।
টানা ৬ দিন বৃষ্টির দাপট
আবহাওয়া অফিসের তথ্যসুত্র অনুযায়ী এবার ভিজবে গোটা বাংলা। চাতক পাখির স্বপ্ন পূরণ হতে চলেছে। জুন মাসের শেষে এবং জুলায়ের শুরুতে কলকাতা (Kolkata Rain Update) সহ গোটা দক্ষিণবঙ্গেই (South Bengal) হতে চলেছে প্রবল বৃষ্টিপাত। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। আবহাওয়া অফিসের তরফে ইতিমধ্যেই জারি করা হয়েছে সতর্কতা। সুত্র অনুযায়ী পশ্চিম-মধ্য ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে সেটি ক্রমশ শক্তিশালী হচ্ছে। যার জেরে শুক্রবার থেকেই বাংলার একাধিক জেলায় শুরু হয়েছে বৃষ্টিপাত(Weather Update) । আবহবিদদের মতে এবার শুরু হতে চলেছে বর্ষার মরশুম। ঢুকতে শুরু করেছে মৌসুমি বায়ু। IMD’র তথ্য অনুযায়ী ফেয়ারলি ওয়াইড স্প্রেইড- ওয়াইড স্প্রেইড রেইন শুরু হতে চলেছে।
আরও পড়ুনঃ 1 কেজির দাম 800 টাকা, চাষ পদ্ধতি এবং বিক্রির মন্ত্র দিলেন এই কৃষক
এই জেলায় জেলায় বাড়বে বৃষ্টি
তবে বৃষ্টি কমতে পারে উত্তরবঙ্গে (North Bengal) । দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় বৃষ্টির পরিমাণ কমতে পারে। আজ থেকে বৃষ্টির দাপট শুরু হবে পূর্ব মেদিনীপুর, উত্তর-দক্ষিণ ২৪ পরগনা, এবং বীরভূমে। আগামী শনিবার এবং রবিবার প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা সহ বাংলার অন্যান্য জেলাগুলিতে।
রাজধানীতেও (Westher Update In Delhi) বৃষ্টির দাপট
এমন পরিস্থিতিতে আবহাওয়া দফতর বলছে, আগামী ২ দিন দিল্লি, চণ্ডীগড়, হরিয়ানা, পাঞ্জাব, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এবং জম্মুতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সময়ে, আবহাওয়া অধিদপ্তর আরও বলছে যে পূর্ব ও উত্তর-পূর্ব ভারতে নিম্ন ট্রপোস্ফিয়ারিক স্তরে বঙ্গোপসাগর থেকে শক্তিশালী দক্ষিণ/দক্ষিণ-পশ্চিমী বাতাসের সম্ভাবনা রয়েছে।
সারাদেশে ভারী বৃষ্টির সতর্কতা
আবহাওয়া দফতরের জারি করা সর্বশেষ আপডেট অনুযায়ী, আজ থেকে আগামী কয়েকদিন দিল্লি সহ চণ্ডীগড়, হরিয়ানা এবং উত্তর প্রদেশের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও গোয়া, মধ্য মহারাষ্ট্র, কর্ণাটক, কেরালা, লাক্ষদ্বীপ, গুজরাট রাজ্য, মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।