তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস দিয়ে পাঁচ জেলায় লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এই জেলাগুলি হল ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান।ওই জেলাগুলিতে সার্বিকভাবে তাপপ্রবাহ চলবে। কয়েকটি জায়গায় প্রবল তাপপ্রবাহ চলতে পারে। একই পরিস্থিতি তৈরি হবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও বীরভূমে। তবে সেখানে শুধুমাত্র কমলা সতর্কতা জারি করা হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুষ্ক পশ্চিমা এবং উত্তর-পশ্চিমা বায়ুর কারণে রাজ্যের তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে চলেছে। আগামী রবিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জায়গায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনায় তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে।পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে জারি করা হয়েছে লাল সতর্কতা।
আরও পড়ুনঃ অবশেষে স্বস্তির নিশ্বাস, তিন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস
বুধবার কলকাতায় তাপমাত্রা ছিল ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস। তাপপ্রবাহও হয়েছে মহানগরীতে। বৃহস্পতিবারও কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুনঃ অসনি সংকেত!আগামী কয়েকদিন হুহু করে বাড়বে তাপমাত্রা
আগামী তিন দিনে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। উত্তরবঙ্গের নীচের তিন জেলাতেও তাপপ্রবাহ চলবে। মালদহ ও উত্তর দিনাজপুরে তাপপ্রবাহের তীব্রতা বেশি থাকবে। দক্ষিণ দিনাজপুরেও তাপপ্রবাহের পরিস্থিতি। চরম গরম ও অস্বস্তিকর আবহাওয়া কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে।
বঙ্গে কবে বৃষ্টি হবে?
কবে বৃষ্টি হবে? বৃহস্পতিবার থেকে আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গের কোনও জেলায় বৃষ্টিপাতের কোনও পূর্বাভাস নেই। ছিঁটেফোটা বৃষ্টি হবে, এমনও আশার কথা শোনায়নি আলিপুর আবহাওয়া দফতর। অর্থাৎ এপ্রিলের শেষেও বৃষ্টি মিলবে না। মে মাসের পয়লা দিনেও মিলবে না বৃষ্টি।