এবার AI এর সাহায্যে ছাগলের গর্ভধারণ করা হবে, জেনে নিন কীভাবে কাজ করবে এই প্রযুক্তি শীতকালে মাছ চাষ: জল ব্যবস্থাপনা এবং মাছের সঠিক যত্ন নেওয়া শিখুন! বাগমাল গুর্জরের সাফল্যের গল্প
Updated on: 6 March, 2023 5:32 PM IST

কৃষিজাগনর ডেস্কঃদেশে ফল ও সবজির উৎপাদন ৩০শতাংশ পর্যন্ত কমে যেতে পারে।চলতি মরশুমে তাপমাত্রার হেরফেরের কারনে ফসলের উৎপাদন কম হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের।

আম চাষীরা ইতিমধ্যে ব্যাপক মাত্রায় আমের মুকুল এবং গুটি ঝড়ার মতো সমস্যার সম্মুখিন হতে শুরু করছে।বিশেষজ্ঞদের মতে, আকস্মিক গরমের প্রভাবে এই বছর তরমুজ,কলা,কাজু-র উৎপাদন ব্যাপক মাত্রায় কম হবে।পাশাপাশি বাঁধাকপি, টমেটো,সহ শাক-সবজির উৎপাদন শুধু কমই হবে না বরং আকারে অনেক ছোট হবে।

আরও পড়ুনঃ গোলাপেও ‘করোনা ভাইরাস’! খুঁজে বের করলেন BCKV-র বিজ্ঞানিরা

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হর্টিকালচার রিসার্চের ডিরেক্টর এস কে সিংহ ইকনমিক টাইমস কে বলেন,আমরা অনুমান করতে পারি চলতি মরসুমে আবহাওয়ার তারতম্যের কারনে আনুমানিক ১০ থেকে ৩০ শতাংশ ফল এবং সবজি কম হতে পারে।ইতিমধ্যে আম,লিচু,কিন্নু,কমলা লেবু,কলা,অ্যাভাকাডো সহ ইত্যাদি ফলে এর প্রভাব পরতে শুরু করেছে।   

এছাড়াও কৃষকদের অনুমান,মহারাষ্ট্রে আলফোনসো আমের উৎপাদন প্রায় ৪০% ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।বিজ্ঞানীদের মতে অস্বাবাভিক তাপমাত্রার ফলে কীটপতঙ্গ ও ছত্রাকের উপদ্রব বেড়ে গিয়েছে।

আরও পড়ুনঃ গুরুতর জখম বিগ বি, শুটিং ছেড়ে ফিরতে হল মুম্বই

সাধারণত, হোলির পরে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকে, কিন্তু এ বছর শীতের পরপরই তাপমাত্রা বাড়তে শুরু করেছে।গত মাসে গড় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস।যা দেশের রেকর্ডে সবচেয়ে উষ্ণতম ফেব্রুয়ারি।

English Summary: Scientists fear that the yield may decrease by 30% due to temperature in the current season
Published on: 06 March 2023, 05:32 IST