এবার AI এর সাহায্যে ছাগলের গর্ভধারণ করা হবে, জেনে নিন কীভাবে কাজ করবে এই প্রযুক্তি শীতকালে মাছ চাষ: জল ব্যবস্থাপনা এবং মাছের সঠিক যত্ন নেওয়া শিখুন! বাগমাল গুর্জরের সাফল্যের গল্প
Updated on: 25 April, 2022 3:36 PM IST
খামারে মুরগির খাদ্য নষ্ট হওয়া রোধে করণীয় কি

খামারে মুরগির খাদ্য নষ্ট হওয়া রোধে করণীয় কি তা আমাদের দেশের অনেক খামারিরাই জানেন না। মাংস ও ডিমের চাহিদা পূরণে মুরগি বেশ গুরুত্বপূর্ণ। মুরগির খামারে খাদ্য প্রদান করলে অনেক সময় খাদ্য নষ্ট করে ফেলে। আজকের লেখায় আমরা জেনে নিব খামারে মুরগির খাদ্য নষ্ট হওয়া রোধে করণীয় সম্পর্কে-

মুরগির খাদ্য নষ্ট বাচাতে কি কি করবেন

  • মুরগির খামারে প্রয়োজনের তুলনায় কম সংখ্যক খাবার ও জলের পাত্র দিলে মুরগি অনেক সময় খাদ্য নষ্ট করে ফেলে। তাই খামারে মুরগির সংখ্যা অনুযায়ী খাদ্য ও জলের  পাত্র দিতে হবে।

আরও পড়ুনঃ আপনার গবাদি পশুর কি চর্মরোগ আছে? রইল রোগের লক্ষন এবং প্রতিকার

  • খামারে মুরগির খাদ্য হঠাৎ পরিবর্তন করলে মুরগি খাদ্য নষ্ট করতে পারে। সেজন্য খাদ্য পরিবর্তন করলে অল্প অল্প করে খাদ্য পরিবর্তন করতে হবে।

  • মুরগির খামারে জায়গার তুলনায় বেশী পরিমাণ খাদ্য প্রদান করা হলে মুরগি খাদ্য নষ্ট করে থাকে। এজন্য খামারে জায়গা অনুপাতে খাদ্য প্রদান করতে হবে।

  • মুরগির খামারে খাবারের পাত্র সঠিক উচ্চতায় স্থাপন না করলে মুরগি খাবার নষ্ট করে ফেলতে পারে। খাদ্যের পাত্র খুব বেশি উচ্চতায় রাখা যাবে না।

আরও পড়ুনঃ কাদাকনাথ বিজনেস আইডিয়া: এমএস ধোনি এই মুরগির ব্যবসা করেন, জেনে নিন এর বিশেষত্ব কী

  • খামারে খাবারের পাত্র পূর্ন করে খাবার দিলে খাবার নষ্ট করে ফেলতে পারে। সেজন্য খাদ্যের পাত্র কিছুটা খালি রেখে খাদ্য প্রদান করতে হবে।

  • খামারে মুরগিতে কৃমির সংক্রমন বিশেষ করে সোনালী বা কক মুরগীতে গোলকৃমির কারণে খাবার নষ্ট করতে পারে। এজন্য সময়মতো কৃমিনাশক ওষুধ প্রদান করতে হবে।

English Summary: Chicken food refining is wasted? Ways to prevent corporations from taking over
Published on: 25 April 2022, 02:24 IST