বাড়ির ছাদে জাফরান চাষ করুন, পুরো প্রক্রিয়া এবং যত্নের টিপস জেনে নিন! কেন খিরি জাতের ভেড়া পশুপালকদের প্রথম পছন্দ হয়ে উঠছে? বৈশিষ্ট্য জানুন গ্রীষ্মে ট্র্যাক্টর ইঞ্জিনকে অতিরিক্ত গরম থেকে রক্ষা করার ৫ টি কার্যকর উপায়!
Updated on: 25 April, 2022 3:36 PM IST
খামারে মুরগির খাদ্য নষ্ট হওয়া রোধে করণীয় কি

খামারে মুরগির খাদ্য নষ্ট হওয়া রোধে করণীয় কি তা আমাদের দেশের অনেক খামারিরাই জানেন না। মাংস ও ডিমের চাহিদা পূরণে মুরগি বেশ গুরুত্বপূর্ণ। মুরগির খামারে খাদ্য প্রদান করলে অনেক সময় খাদ্য নষ্ট করে ফেলে। আজকের লেখায় আমরা জেনে নিব খামারে মুরগির খাদ্য নষ্ট হওয়া রোধে করণীয় সম্পর্কে-

মুরগির খাদ্য নষ্ট বাচাতে কি কি করবেন

  • মুরগির খামারে প্রয়োজনের তুলনায় কম সংখ্যক খাবার ও জলের পাত্র দিলে মুরগি অনেক সময় খাদ্য নষ্ট করে ফেলে। তাই খামারে মুরগির সংখ্যা অনুযায়ী খাদ্য ও জলের  পাত্র দিতে হবে।

আরও পড়ুনঃ আপনার গবাদি পশুর কি চর্মরোগ আছে? রইল রোগের লক্ষন এবং প্রতিকার

  • খামারে মুরগির খাদ্য হঠাৎ পরিবর্তন করলে মুরগি খাদ্য নষ্ট করতে পারে। সেজন্য খাদ্য পরিবর্তন করলে অল্প অল্প করে খাদ্য পরিবর্তন করতে হবে।

  • মুরগির খামারে জায়গার তুলনায় বেশী পরিমাণ খাদ্য প্রদান করা হলে মুরগি খাদ্য নষ্ট করে থাকে। এজন্য খামারে জায়গা অনুপাতে খাদ্য প্রদান করতে হবে।

  • মুরগির খামারে খাবারের পাত্র সঠিক উচ্চতায় স্থাপন না করলে মুরগি খাবার নষ্ট করে ফেলতে পারে। খাদ্যের পাত্র খুব বেশি উচ্চতায় রাখা যাবে না।

আরও পড়ুনঃ কাদাকনাথ বিজনেস আইডিয়া: এমএস ধোনি এই মুরগির ব্যবসা করেন, জেনে নিন এর বিশেষত্ব কী

  • খামারে খাবারের পাত্র পূর্ন করে খাবার দিলে খাবার নষ্ট করে ফেলতে পারে। সেজন্য খাদ্যের পাত্র কিছুটা খালি রেখে খাদ্য প্রদান করতে হবে।

  • খামারে মুরগিতে কৃমির সংক্রমন বিশেষ করে সোনালী বা কক মুরগীতে গোলকৃমির কারণে খাবার নষ্ট করতে পারে। এজন্য সময়মতো কৃমিনাশক ওষুধ প্রদান করতে হবে।

English Summary: Chicken food refining is wasted? Ways to prevent corporations from taking over
Published on: 25 April 2022, 02:24 IST