এবার AI এর সাহায্যে ছাগলের গর্ভধারণ করা হবে, জেনে নিন কীভাবে কাজ করবে এই প্রযুক্তি শীতকালে মাছ চাষ: জল ব্যবস্থাপনা এবং মাছের সঠিক যত্ন নেওয়া শিখুন! বাগমাল গুর্জরের সাফল্যের গল্প
Updated on: 19 July, 2021 5:02 AM IST
AI Gun (Image Credit - Google)

গাভীর কৃত্রিম প্রজনন একটি প্রযুক্তি, যার মাধ্যমে পুরুষ পশুদের থেকে বীর্য সংগ্রহ করে তা কৃত্রিম উপায়ে স্ত্রী পশুদের জরায়ুতে প্রতিস্থাপন করা হয়। এই পদ্ধতিতে স্ত্রী পশুটি গর্ভবতী হয় এবং সঠিক সময়ে সন্তান উৎপাদন করে। পুরুষ পশুদের থেকে বীর্য সংগ্রহ করার জন্য বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করা হয়। 

বীর্য সংগ্রহের পরে তাকে লঘু করা হয় এবং হিমায়িত অবস্থায় সংরক্ষণ করা হয়। পরবর্তীকালে গাভী গরম হলে এই সংরক্ষিত বীর্যকে স্বাভাবিক উষ্ণতায় নিয়ে আসা হয় এবং গাভীর জরায়ুতে একটি আর্টিফিশিয়াল ইন্সেমিনেশন গান (AI Gun) - এর মাধ্যমে প্রতিস্থাপন করা হয়।

সঠিকভাবে কৃত্রিম প্রজনন করার জন্য গাভীর গরম হওয়ার লক্ষণ গুলি জানা একান্ত প্রয়োজন।

নিম্নে গাভীর গরম হওয়ার লক্ষণ গুলি আলোচনা করা হল (The symptoms of cow heat are discussed below) -

  • পশুটি খুবই উত্তেজিত অবস্থায় থাকবে এবং কখনো এক জায়গায় শান্তভাবে স্থির থাকবে না 

  • পশুটি বারবার ডাকাডাকি করবে 

  • এই সময়ে পশুদের খাদ্যগ্রহণ কমে যায় 

  • গরম হওয়া পশুটি কাছাকাছি থাকা অন্য পশুদের উপর ওঠার চেষ্টা করে এবং অন্য পশু তার ওপরে উঠলে বাধা দেয় না 

  • পশুটি ঘন ঘন মূত্র ত্যাগ করবে

  • এই সময় পশুদের যোনি থেকে স্বচ্ছ মিউকাস নিঃসৃত হয়

  • যোনির চারিপাশ অল্প স্ফীত থাকবে এবং সেখানে রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে

  • এই সময় পশুদের দুগ্ধ উৎপাদনও স্বল্প পরিমাণ হ্রাস পায়

কৃত্রিম প্রজনন একটি অত্যন্ত লাভজনক প্রযুক্তি। এই প্রযুক্তির সহায়তা নিলে বিভিন্ন সুবিধা পাওয়া যায় ।

যেমন (Advantages of this method) : 

  • কৃত্রিম প্রজননের মাধ্যমে গবাদি পশুদের গর্ভধারণ করালে কৃষকদের আলাদাভাবে কোন ষাঁড় প্রতিপালন করার প্রয়োজন হয় না

  • বিভিন্ন ধরনের সংক্রামক রোগ এবং যৌন রোগের হাত থেকে পশুদের রক্ষা করা যায়

  • অত্যন্ত সহজভাবে ভাল গুণ সম্পন্ন একটি ষাঁড়ের বীর্য ব্যবহার করে পশুদের গর্ভবতী করা যায়

  • পুরুষ পশুটি মারা যাওয়ার পরেও তার বীর্য ব্যবহার করা সম্ভবপর হয়

  • সংরক্ষিত বীর্যকে গ্রাম ও শহরের যে কোন অঞ্চলে নিয়ে গিয়ে কৃত্রিম প্রজনন করা সম্ভব

আরও পড়ুন - Increase Fish Production - মাছের ফলন কম হচ্ছে? ফলন বৃদ্ধিতে সমাধান জানালেন সিনিয়র সায়েন্টিস্ট ড. প্রতাপ কুমার মুখোপাধ্যায়

বিশেষ বিষয়

এই পদ্ধতিতে যেহেতু বীর্য সংগ্রহের পরে তা লঘু করে ব্যবহার করা হয়, তাই একটি ষাঁড়ের বীর্য নিয়ে কয়েক হাজার পশুকে গর্ভবতী করা যেতে পারে। প্রাকৃতিক প্রজনন পদ্ধতিতে এটি কখনোই সম্ভব নয় । যে সকল ষাঁড় প্রাকৃতিক ভাবে সঙ্গমে সক্ষম নয়, তাদের থেকেও বীর্য সংগ্রহ করে কৃত্রিম-প্রজননে ব্যবহার করা যেতে পারে। এই পদ্ধতিতে গর্ভধারণ ক্ষমতার হার বৃদ্ধি পায়।

আরও পড়ুন - Fish Preservation - চাষে অতিরিক্ত লাভের জন্য মাছ দীর্ঘক্ষণ কি করে ভালো রাখবেন, জেনে নিন সহজ উপায়

English Summary: How to do artificial insemination in AI process, know some special methods
Published on: 18 July 2021, 05:18 IST