Fish Preservation - চাষে অতিরিক্ত লাভের জন্য মাছ দীর্ঘক্ষণ কি করে ভালো রাখবেন, জেনে নিন সহজ উপায়

মাছ বেশি দামে বিক্রয় করতে হলে সংরক্ষণ পদ্ধতি জানা দরকার। মাছ মরে যাওয়ার কিছুক্ষণের মধ্যে তাতে পচন ধরে। মাছের কোষের মধ্যে থাকা উৎসেচক ও ব্যাকটেরিয়া মাছের কোষকে নষ্ট করতে থাকে। এছাড়াও অভিস্রবণ প্রক্রিয়ায় কোষে জল ঢুকে পড়ে। এইসব মিলে মাছের শরীরে পচন শুরু হয়।

স্বপ্নম সেন
স্বপ্নম সেন
Fish preservation
Fish conservation (Image Credit - Google)

মাছ বেশি দামে বিক্রয় করতে হলে সংরক্ষণ পদ্ধতি জানা দরকার। মাছ মরে যাওয়ার কিছুক্ষণের মধ্যে তাতে পচন ধরে। মাছের কোষের মধ্যে থাকা উৎসেচক ও ব্যাকটেরিয়া মাছের কোষকে নষ্ট করতে থাকে। এছাড়াও অভিস্রবণ প্রক্রিয়ায় কোষে জল ঢুকে পড়ে। এইসব মিলে মাছের শরীরে পচন শুরু হয়। 

মাছের শরীরে পচন রোধ করতে কিছু ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক। মাছকে জল থেকে তোলার পর নিম্নে উল্লিখিত পদ্ধতির মাধ্যমে সংরক্ষণ করা সম্ভব হয় -

বরফ দিয়ে সংরক্ষণ (Preserve with ice) -

এই ধরনের সংরক্ষণের ক্ষেত্রে মাছ ও বরফের অনুপাত সাধারণত ১:১ থাকে।এই ভাবে মাছ ৩ থেকে ৪ দিন ভালো অবস্থায় থাকে। তবে এই পদ্ধতির সঠিক প্রয়োগের জন্য বরফগুলোকে বার বার বদল করা দরকার। এর ফলে জীবাণু ও উৎসেচকের কাজ করার ক্ষমতা অনেক কমে যায়। বরফ জলের ক্ষমতা বাড়ানোর জন্য ০.০৫ থেকে ০.১% সোডিয়াম- হাইপোক্লোরাইট মেশানো হয়। গুঁড়ো বরফ তখনই ভালো কাজ দেয় যখন নিকটবর্তী স্থানে মাছ পরিবহন করা হয়।কার্বন- ডাই- অক্সাইড গ্যাস জমিয়ে শুষ্ক-বরফ তৈরী করা হয়, যা অনেক সময়ে ভালো কাজ দেয় মাছের সংরক্ষণের ক্ষেত্রে।

কোল্ড-স্টোরেজ সংরক্ষণ (Cold-storage storage) -

এই পদ্ধতিতে মাছকে প্রায় শূন্য ডিগ্রীর কাছাকাছি তাপমাত্রায় সংরক্ষণ করা হয়। বাড়তি থেকে যাওয়া মাছকে সাধারণত এই প্রক্রিয়ায় সংরক্ষণ করা হয়। তবে এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে, জলে কোনো জীবাণু সংক্রমণ না থাকে আর বরফ গলে জল হলে সাথে সাথে জল বদলে দেওয়া দরকার।

ফ্রিজিং প্রণালী -

এই পদ্ধতিতে মাছকে দীর্ঘদিন অবিকৃত অবস্থায় রাখা যায়। খুব কম তাপমাত্রা (-১৮ থেকে -২৫ ডেগ্রী সি) বজায় রাখা হয় ফ্রিজের ভিতর। ফলে এক্ষেত্রে মাছের কোষের ভিতর থাকা জল জমে বরফ হয়ে যায় ফলে মাছের পচন কমে যায়।

শুকনো মাছ (Dry Method) -

এই পদ্ধতিতে সামুদ্রিক মাছকে শুকনো করে বিক্রি করা যায়। সূর্য-কিরণকে কাজে লাগিয়ে মাছকে ৪ থেকে ৫ দিনের মত সময় লাগে শুকোতে। এই পদ্ধতির প্রধান নীতি হল মাছ থেকে জলীয় অংশকে সূর্যের তাপে বার করে দেওয়া হয়।

কলম্বো-পদ্ধতি 

এই পদ্ধতি সাধারণত দক্ষিণ ভারতে অনুসরণ করা হয়। এই প্রথায় মাছের সাথে লবণ, হলুদ ও তেঁতুল মিশিয়ে বড় বড় পিপাতে সংরক্ষণ করা হয়।

ধোঁয়া দিয়ে সংরক্ষণ করা হয় -

এই প্রথা প্রায় উঠেই গেছে। প্রথমে মাছকে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে নাড়ীভুঁড়ি বের করে লবণ জলে ধুইয়ে রৌদ্রে রাখা হয়। তারপর জল ঝরে গেলে চিমনীর ভিতর ছিদ্র করে মাছগুলোকে কাঠের উনানে রেখে ৪ থেকে ৫ ঘণ্টা রেখে শুকানো হয়।

টিনের কৌটোয় সংরক্ষণ বা ক্যানিং -

এটি মাছ সংরক্ষণের সহজতম প্রথা। প্রথমে নাড়িভুঁড়ি বাদ দেওয়া হয়, তারপর লবণ জলে কম তাপমাত্রায় সেদ্ধ করা হয়। তারপর জল ঝরিয়ে টিনের কৌটোয় ভর্তি করা হয়। কৌটোর মধ্যে টমেটোর রস, লবণ জল ইত্যাদি দিয়ে হাওয়া বের করে কৌটো সিল করে দেওয়া হয় এবং উত্তপ্ত করা হয়। এর পর কৌটো ঠাণ্ডা জলে ফেলে ঠাণ্ডা করে নেওয়া হয়। এই ভাবে সংরক্ষিত মাছ অনেক দিন ভালোভাবে থাকে।

আরও পড়ুন - Azolla Cultivation - অ্যাজোলা কীভাবে চাষ করবেন কৃষকবন্ধুরা? জেনে নিন এই প্রাণীখাদ্য চাষের উপায়

উপসংহারঃ

আমরা সকলেই জানি, মাছ প্রচণ্ড পরিমানে পচন-প্রবন একটি বস্তু। মাছের সংরক্ষণ এমন একটি  পদ্ধতি যার দ্বারা মাছের গুণগত মানকে খারাপ হয়ে যাওয়া থেকে রক্ষা করা যায়। উপরিউক্ত বিভিন্ন রকম পদ্ধতি অবলম্বন করে মাছকে সংরক্ষণ করা হয়। কিন্তু খুব প্রাচীন পদ্ধতিগুলি বেশীর ভাগ ক্ষেত্রেই কার্যকরী হয় না। তাই সব সময় এমন আধুনিক পদ্ধতি বাছাই করতে হবে, যা মাছের গুণগত মানকে উন্নত করার পাশাপাশি মাছকে অনেক বেশী দিন ধরে ভালো রাখতে সাহায্য করবে।

আরও পড়ুন - Increase Fish Production - মাছের ফলন কম হচ্ছে? ফলন বৃদ্ধিতে সমাধান জানালেন সিনিয়র সায়েন্টিস্ট ড. প্রতাপ কুমার মুখোপাধ্যায়

Published On: 17 July 2021, 03:07 PM English Summary: Find out the easy way to keep fish for a long time for extra profit in farming

Like this article?

Hey! I am স্বপ্নম সেন . Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters