এই জাতের ছাগল থেকে আপনি লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন, এটি প্রতিদিন ৩ লিটার দুধ দেয়! পুকুর পাড়েই তৈরী করা যেতে পারে মাছের বিভিন্ন প্রাকৃতিক খাবার মাশরুমের রোগ ও পোকা এবং তার নিয়ন্ত্রণ
Updated on: 29 June, 2022 2:15 PM IST
সিলভার কার্প

বাণিজ্যিক ভাবে সিলভার কার্প মাছ চাষের ব্যবসা শুরু করা খুব সহজ। আপনার পূর্ব অভিজ্ঞতা না থাকলেও এই মাছ বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করতে পারেন।এই মাছের বেঁচে থাকার হার অনেক বেশি এবং এই মাছগুলিকে খুব কম মানের খাবার খাওয়ানো যেতে পারে। এবং তারা অনেক অন্যান্য কার্প মাছ প্রজাতির তুলনায় দ্রুত বৃদ্ধি পায়। তবে, এখানে আমরা সিলভার কার্প মাছের ক্ষতরোগ দূর করার উপায় সম্পর্কে সম্পূর্ন আলোচনা করব।

মাছ চাষ বর্তমানে বেশ লাভজনক পেশা। অনেকেই এখন আর্থিক স্বচ্ছলতার জন্য মাছ চাষে ঝুঁকছেন। বিভিন্ন প্রজাতির মাছের মধ্যে সিলভার কার্প চাষ করে কম সময়ে বেশি লাভবান হওয়া যায়। কারণ এ মাছ দ্রুত বৃদ্ধি পায়।

তবে সিলভার কার্প মাছ থেকে বেশি লাভবান হতে হলে কিছু বিষয়ে নজর দিতে হবে। যেমন এ মাছ বিভিন্ন ঋতুতে ভিন্ন ভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে থাকে। এ থেকে মাছকে কিভাবে রক্ষা করবেন তা জেনে নিতে হবে।

বেশির ভাগ সময়ে সিলভার কার্প মাছ পাখনা পচা, ক্ষতরোগসহ ছত্রাক ও ব্যকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়। এতে অনেক মাছ মারা যায়। তাছাড়া আক্রান্ত মাছ বিক্রি করতে সমস্যা হয়। এবার জেনে নিন ক্ষতরোগে সিলভার কার্প মাছ আক্রান্ত হলে যেভাবে দূর করবেন।

আরও পড়ুনঃ আর দিতে হবে না ইলেকট্রিক বিল, সরকার দিচ্ছে এই সুযোগ

সিলভার কার্প মাছ ক্ষতরোগে বেশি আক্রন্ত হয়। উপকূলীয় অঞ্চলে মাছ চাষের পুকুর বন্যায় প্লাবিত হলে ক্লোরাইডের অস্বাভাবিক বৃদ্ধির (৩০ পিপিএম এর অধিক) ফলে কেবল মাত্র সিলভার কার্প মাছে দ্রুত ক্ষতরোগ দেখা দেয়।

আরও পড়ুনঃ নারকেলের 'স্মার্ট ফার্মিং' করে ২০ লাখ টাকা লাভ

এতে আক্রান্ত পুকুরে তিন ভাগের দুই ভাগ পানি পরিবর্তন করতে হবে। প্রতি শতাংশ জলাশয়ে ৩ থেকে ৪টি হারে চালতা ছেঁচে সারা পুকুরে ছড়িয়ে দিতে হবে।

চালতা প্রয়োগের ফলে ক্ষতরোগ আক্রান্ত সিলভার কার্প দ্রুত আরোগ্য লাভ করে। সেই সঙ্গে পুকুরকে বন্যামুক্ত রাখতে হবে।

English Summary: Take these steps to heal silver carp wounds
Published on: 29 June 2022, 02:15 IST