মৎস্য পেশায় পশ্চিমবঙ্গ ভবিষ্যত ক্রেডিট কার্ড প্রকল্পে স্বনির্ভরতার প্রচারাভিযান

সরকারের নতুন প্রকল্প “পশ্চিমবঙ্গ ভবিষ্যত ক্রেডিট কার্ড” -এ মৎস্য পেশার মাধ্যমে বেকার যুবক যুবতীদের স্বনির্ভরতার লক্ষ্যে প্রত্যন্ত গ্রামাঞ্চলে সভা সমিতির

KJ Staff
KJ Staff

কৃষিজাগরন ডেস্কঃ সরকারের নতুন প্রকল্প “পশ্চিমবঙ্গ ভবিষ্যত ক্রেডিট কার্ড” -এ মৎস্য পেশার মাধ্যমে বেকার যুবক যুবতীদের স্বনির্ভরতার লক্ষ্যে প্রত্যন্ত গ্রামাঞ্চলে সভা সমিতির মাধ্যমে প্রচার চালাচ্ছে নন্দীগ্রাম-১ ব্লক মৎস্য বিভাগ। ছোট ছোট বৈঠকের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমকে কাজে লাগিয়ে প্রচার অভিযান করা হচ্ছে। আগামী পয়লা এপ্রিল থেকে শুরু হবে “দুয়ারে সরকার” ক্যাম্প , আর সেই ক্যাম্পে আনুষ্ঠানিক সূচনা হচ্ছে এই 'ভবিষ্যত্ ক্রেডিট কার্ড' স্কিম । 

কি এই 'ভবিষ্যত্‍ ক্রেডিট কার্ড' স্কিম ? এই বিষয়ে নন্দীগ্রাম-১ ব্লক মৎস্যচাষ সম্প্রসারন আধিকারিক সুমন কুমার সাহু বলেন, বেকার যুবক যুবতীদের জন্য রাজ্য সরকারের নতুন প্রকল্প “ভবিষ্যত ক্রেডিট কার্ড”, ১৮-৪৫ বছর বয়সী যুবক-যুবতী আর্থিক সহায়তা বাবদ সর্বাধিক পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাবেন। মার্জিন মানি হিসেবে প্রত্যেক ঋন গ্রহীতা্কে প্রকল্প মূল্যের ১০% ভর্তুকি দেওয়া হবে যার সর্বোচ্চ সীমা পঁচিশ লক্ষ টাকা।

আরও পড়ুনঃ লজ্জা নয়, মাছ ধরা পেশায় আনন্দ খুঁজে পাচ্ছেন শিক্ষিত যুবক সম্প্রদায়! টেকসই মৎস্য আহরণের পাঠ দিচ্ছে নন্দীগ্রাম-1 ব্লক মৎস্য বিভাগ

সুমন বাবু আরো জানান যে ইতিমধ্যে বিভিন্ন রাষ্ট্রায়াত্ব ব্যাংকের সাথেও যোগাযোগ করছেন যাতে লোন পেতে অসুবিধা না হয়।  পশ্চিমবঙ্গ ভবিষ্যত ক্রেডিট কার্ড প্রকল্প প্রচারে সভা অনুষ্ঠিত হচ্ছে নন্দীগ্রাম-১ নম্বর ব্লকে এলাকার বিভিন্ন প্রত্যন্ত গ্রামে গ্রামে। নীলপুর গ্রামের এমনি এক সভায় উপস্থিত তরুন যুবক হাসিবুল খান বলেন-“ ব্লকের মৎস্য আধিকারিকের আলোচনা সভায় এসে প্রকল্প সম্পর্কে জানতে পারলাম, পনেরো ডেসিম্যাল আয়তনের একটি পুকুরে মাছ চাষের প্রকল্প করব বলে ঠিক করেছি”।

মাধবপুর গ্রামের তুলসী চরন দাস বলেন- আমাদের গ্রামের এক প্রান্তে নন্দীগ্রাম-১ নম্বর ব্লকের মৎস্য দপ্তরের এই আলোচনা হয়, এখানে পশ্চিমবঙ্গ ভবিষ্যত ক্রেডিট কার্ড প্রকল্প সম্পর্কে জানতে পেরে অনেকেই উদ্ভুদ্ধ হয়েছে, অনেকেই আবেদন করবে। মাধবপুর গ্রামের বছর তিরিশের গৃহবধূ মমতা দাস বলেন, “শশুর মশায়ের কাছ থেকে পুকুর লিজ নিয়ে বাড়ির খিড়কি পুকুরে মাছ চাষের প্রকল্প করব”।

আরও পড়ুনঃ বিশ্ব জল দিবস উপলক্ষ্যে ফিশারমেন রেজিস্ট্রেশান কার্ড বিতরন করল নন্দীগ্রামের মৎস্য বিভাগ

মাধবপুর গ্রামের সেখ মানোয়ার হোসেন বলেন, আলোচনা সভায় এসে ভালো লাগল ছেলে বলব আবেদন করতে। নন্দীগ্রাম-১ নম্বর পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ মৌসুমি পানি বলেন, বাংলার যুব সমাজ যাতে বেকার না থাকে তাই এই প্রকল্প আনা হয়েছে , মৎস্য পেশা হিসেবে এলাকার যুবক-যুবতী এই প্রকল্প থেকে উপকৃত হবেন। তিনি আরো জানান আগামী সপ্তাহে এই বিষয়ে নন্দীগ্রাম কলেজে গিয়েও মৎস্য কর্মশালা করা হবে, সবিস্তারে আলোচনা করবেন ব্লকের মৎস্য আধিকারিক সুমন কুমার সাহু ।

Published On: 26 March 2023, 11:16 AM English Summary: West Bengal Future Credit Card Scheme Self Reliance Campaign in Fishery Profession

Like this article?

Hey! I am KJ Staff . Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

আমাদের নিউজলেটার অপশনটি সাবস্ক্রাইব করুন আর আপনার আগ্রহের বিষয়গুলি বেছে নিন। আমরা আপনার পছন্দ অনুসারে খবর এবং সর্বশেষ আপডেটগুলি প্রেরণ করব।

Subscribe Newsletters